ঢাকা     সোমবার   ১৫ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ১ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

খুলনায় ট্রাকে ট্রেনের ধাক্কা, ছয় ঘণ্টা পর যোগাযোগ স্বাভাবিক

নিজস্ব প্রতিবেদক, খুলনা  || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৮:৩৮, ১৫ জুলাই ২০২৫   আপডেট: ০৮:৪৩, ১৫ জুলাই ২০২৫
খুলনায় ট্রাকে ট্রেনের ধাক্কা, ছয় ঘণ্টা পর যোগাযোগ স্বাভাবিক

খুলনায় রেলক্রসিংয়ে আটকে থাকা ট্রাকে ট্রেনের ধাক্কায় অবসরপ্রাপ্ত এক বিজিবি সদস্য নিহত হয়েছেন। আহত হয়েছেন ৩০ জন। এ ঘটনার ছয় ঘণ্টা পর সারা দেশের সঙ্গে খুলনার রেল যোগাযোগ স্বাভাবিক হয়েছে।  

সোমবার (১৪ জুলাই) দিবাগত রাত পৌনে ৮টার দিকে নগরীর খানজাহান আলী থানাধীন আফিল গেটে এ দুর্ঘটনা ঘটে।

রাতে আফিল গেট বাইপাস সড়ক রেলক্রসিংয়ে একটি ট্রাক উঠে পড়লে তার স্টার্ট বন্ধ হয়ে যায়। এ সময়ে খুলনার দিকে আসা ট্রেনটি ট্রাকটিকে ধাক্কা দিয়ে সামনের দিকে নিয়ে যায় এবং ট্রেনের ৩টি বগি লাইনচ্যুত হয়ে যায়। এ ঘটনায় ট্রেনে থাকা যাত্রীদের অনেকে আহত হন।

আহতদের মধ্যে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে মো. শহিদুল ইসলাম খান (৬৫) নামের একজন অবসরপ্রাপ্ত বিজিবি সদস্য মারা যান। তিনি ঝিনাইদহ সদর উপজেলার খাজুড়া পূর্বপাড়া এলাকার বাসিন্দা ছিলেন।

দুর্ঘটনায় আহতদের খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল (খুমেক) এবং বিভিন্ন বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। 

খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল সূত্রে জানা গেছে, দুর্ঘটনায় আহতদের মধ্যে আট জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদের মধ্যে রয়েছেন– অভয়নগর থানার নোয়াপাড়া গ্রামের সুমনের ছেলে ছয় বছর বয়সী সাদমান, যশোর থানার সেখ হাটি গ্রামের হাফিজুর রহমানের ছেলে মারুফ (১৭), বটিয়াঘাটা থানার হাটবাটি গ্রামের মোশারফ হোসেনের ছেলে মিন্টু (৪৫), আড়ংঘাটা থানার গাইকুর গ্রামের মৃত শেখ রুস্তম আলীর ছেলে শেখ সাইদুল আজম (৫০), খালিশপুর থানার বাস্তহারা এলাকার আব্দুর রহিমের ছেলে সোহেল (৩৪), দৌলতপুর থানার দৌলতপুর গ্রামের রনজিত পালের ছেলে বিপ্লব (২৬), বসুন্দিয়া থানার বসুন্দিয়া গ্রামের ইয়াকুব মোল্লার ছেলে মাহমুদ হোসেন (৪০) এবং রূপসা থানার কাশদিয়া গ্রামের আশিষের মেয়ে লাবণ্য (১৫)।

দুর্ঘটনার পর খুলনার সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বন্ধ হয়ে পড়ে। ছয় ঘণ্টা পর সোমবার রাত ১২টা ৫০ মিনিটে খুলনা-ঢাকা রুটের সুন্দরবন এক্সপ্রেস ট্রেনটি খুলনা রেলস্টেশন থেকে ছেড়ে যায়। ট্রেনটি দৌলতপুর স্টেশনে কিছুক্ষণ অপেক্ষার পর রাত ২টা ৫ মিনিটে দুর্ঘটনাস্থল অতিক্রম করে। যদিও ট্রেনটির নির্ধারিত ছাড়ার সময় ছিল রাত পৌনে ১০টা।

খুলনা রেলওয়ে স্টেশন মাস্টার মো. জাকির হোসেন মঙ্গলবার (১৫ জুলাই) সকালে সাংবাদিকদের জানান, দুর্ঘটনার কারণে সাময়িকভাবে ট্রেন চলাচল বন্ধ থাকলেও দ্রুত উদ্ধারকাজ শেষ করে রেল যোগাযোগ স্বাভাবিক করা হয়েছে। আজ সকাল থেকে খুলনা থেকে সব রুটে ট্রেন চলাচল স্বাভাবিকভাবে চলছে।

ঢাকা/নুরুজ্জামান/ইভা 

সর্বশেষ

পাঠকপ্রিয়