ঢাকা     সোমবার   ১৫ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ৩০ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

জিসানকে বাঁচাতে দরকার ৯ লাখ টাকা

টাঙ্গাইল প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:৩৭, ১৫ জুলাই ২০২৫  
জিসানকে বাঁচাতে দরকার ৯ লাখ টাকা

হৃদযন্ত্রে ছিদ্র নিয়ে জন্ম নেওয়া জিসান

 দরিদ্র বাবা-মায়ের একমাত্র সন্তান আফ্রিদি আহমেদ জিসান। তাদের আর কোন সন্তান না থাকায় অতি আদর, মায়া মমতায় মানুষ করছে তাকে। তবে ছয় বছর বয়সে তার হার্টে ছিদ্র ধরা পড়েছে। সমস্যা সম্প্রতি ধরা পড়লেও চিকিৎসক জানিয়েছে এটি জন্মগত। তার চিকিৎসার ব্যয় হবে প্রায় ৯ লাখ টাকা। 

তবে এত টাকা কোনোভাবেই যোগাড় করা সম্ভব নয় তার গার্মেন্টসকর্মী বাবার পক্ষে। তাই ছোট্ট জিসানকে বাঁচাতে সরকার, বিত্তবানসহ সকলের সহযোগিতা কামনা করেছেন স্বজনরা। জিসান টাঙ্গাইলের কালিহাতীর মহেলা গ্রামের মোশারফ হোসেন ও জেসমিন আক্তার দম্পত্তির ছেলে।

জিসানের জন্মের পর তার বাবা মা তাকে নিয়ে গাজীপুরের কোনাবাড়ী আমবাগ এলাকায় চলে যান। বাবা মোশারফ হোসেন সেখানেই একটি গার্মেন্টেসে চাকরি করেন। যে টাকা বেতন পান তা দিয়ে তাদের তিন জনের সংসার চালাতেই হিমসিম খেতে হয়। তাছাড়াও এই উপার্জনের মধ্য থেকেই বাড়িতে বৃদ্ধ বাবা-মাকে টাকা পাঠাতে হয়। ইতিমধ্যে জিসানের বিভিন্ন পরীক্ষা, ওষুধে জমা ও ধার করা টাকা খরচ হয়েছে। পরবর্তী চিকিৎসা নিয়ে দুশ্চিন্তায় পড়েছে জিসানের পরিবার।

জিসানের মা জেসমিন আক্তার বলেন, “আমরা গরিব মানুষ। খুব কষ্টে দিন পার করতে হয়। তার মধ্যে একমাত্র সন্তান জিসানের চিকিৎসার জন্য প্রায় ৯ লাখ টাকা খরচ হবে বলে জানিয়েছে চিকিৎসক। যে সময় অন্য মায়েরা সন্তানের লেখা পড়া নিয়ে চিন্তায় থাকে, সেই সময় আমি সন্তানের চিকিৎসার খরচ যোগানো নিয়ে চিন্তায় আছি। টাকা কীভাবে যোগাড় হবে- সে কথা মনে হলে রাতে ঘুমও আসে না।”

তিনি আরও বলেন, “এ সমস্যার কারণে জিসান মাঝে মধ্যেই ঠান্ডায় আক্রান্ত হয়। তার বুকে অনেক উঁচু। স্বাভাবিক জীবন যাপন করতে তার খুব কষ্ট হয়। সরকার বা সমাজের বিত্তবানরা যদি এগিয়ে আসতো, তাহলে আমার সন্তানের চিকিৎসাটা হতো।”

জিসানের বাবা মোশারফ হোসেন বলেন, “জিসানের প্রাথমিক চিকিৎসাতেই লক্ষাধিক টাকা খরচ হয়েছে। সামর্থবানদের সহযোগিতা না পেলে আমার ছেলেকে আমি বাঁচাতে পারব না। সকলের সহযোগিতা কামনা করছি।”

জেলা সমাজসেবা কার্যালয়ের সমাজসেবা কর্মকর্তা মো. তৌহিদুল ইসলাম বলেন, “চিকিৎসা পত্র নিয়ে আমাদের সাথে যোগাযোগ করলে আমরা সাধ্য মতো সাহায্য করব। তবে ছেলেটির চিকিৎসা ব্যায় অনেক বেশি সেজন্য হৃদয়বানদের এগিয়ে আসার আহ্বান করছি।”

অসুস্থ শিশু আফ্রিদি আহমেদ জিসানকে আর্থিক সহায়তা পাঠাতে যোগাযোগ ও আর্থিক সহায়তা করতে তার মা জেসমিন আক্তারের কাছে থাকা এই নম্বরে ০১৩০৭-৫৩০৪৮০ (বিকাশ) যোগাযোগ করতে পারেন। অথবা সরাসরি বিকাশ করে দিতে পারেন।

ঢাকা/কাওছার/এস

সর্বশেষ

পাঠকপ্রিয়