ঢাকা     শুক্রবার   ০৫ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ২০ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

দুই মিনিটের ঝড়ে সিরাজগঞ্জে লণ্ডভণ্ড ৪টি গ্রাম

সিরাজগঞ্জ প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৮:৫৯, ১৫ জুলাই ২০২৫  
দুই মিনিটের ঝড়ে সিরাজগঞ্জে লণ্ডভণ্ড ৪টি গ্রাম

ঝড়ে ক্ষতিগ্রস্ত একটি ঘর

রাস্তায় পড়ে আছে গাছপালা। ভেঙে গেছে বৈদ্যুতিক খুঁটি। ঝড়ো বাতাসে বিধ্বস্ত হয়েছে টিনের ঘর। মঙ্গলবার (১৫ জুলাই) দুপুর ২টার দিকে মাত্র দুই মিনিটের ঝড়ে সিরাজগঞ্জ সদর উপজেলার রতনকান্দি ইউনিয়নের চারটি গ্রাম লণ্ডভণ্ড হয়েছে।

ক্ষতিগ্রস্ত গ্রামগুলো হলো- রতনকান্দি ইউনিয়নের বাহুকা, ইটালি, চিলগাছা ও চর-চিলগাছা।

আরো পড়ুন:

স্থানীয়রা জানান, মাত্র দুই মিনিটের ঝড়ে চারটি গ্রামের মানুষের ব্যাপক ক্ষতি হয়েছে। অনেকেরই বসতঘর ঝড়ে উড়ে গেছে। তারা খোলা আকাশের নিচে অবস্থান করছেন। ঝড়ের পরে লোকজনদের ঘরের আসবাবপত্র বিভিন্ন স্থান থেকে কুড়িয়ে আনতে দেখা গেছে। অনেকে সড়কে পড়ে থাকা গাছাপালা সরিয়ে যান চলাচল স্বাভাবিক করার চেষ্টা করছিলেন।

রতনকান্দি ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য রফিকুল ইসলাম বলেন, “আজ দুপুর ২টার পর ঝড় আঘাত হানে। দুই মিনিটের ঝড়ে চারটি গ্রামের বহু টিনের বসত ঘর ও গাছপালা ভেঙে গেছে। কিছু কিছু ঘর বাতাস উড়িয়ে নিয়ে গেছে। কিছু গাছপালা রাস্তার ওপরে ভেঙে পড়ে। ফলে কয়েকটি গ্রামের চলাচলের রাস্তা বন্ধ হয়ে গেছে। বিভিন্ন জমির ফসল নষ্ট হয়েছে। কয়েকটি বিদ্যুতের খুঁটি ও মুরগির খামার ভেঙে গেছে।”

বাহুকা গ্রামের ক্ষতিগ্রস্ত শামিম হোসেন বলেন, “বৃষ্টির সময় পরিবার নিয়ে ঘরের মধ্যে বসে ছিলাম। হঠাৎ ঝড় শুরু হলে সংসারের সব কিছু লণ্ডভণ্ড হয়ে গেছে। কোনো রকম প্রাণ রক্ষা করতে পেরেছি। ঝড়ে বসতঘর উড়ে যাওয়ায় পরিবারের লোকজন নিয়ে খোলা আকাশের নিচে রয়েছি।”

রতনকান্দি ইউনিয়নের প্রশাসনিক কর্মকর্তা জুবায়েল হোসেন বলেন, “শুধু চরচিলগাছাতেই অন্তত ৫০টি বসতঘর ক্ষতিগ্রস্ত হয়েছে। ইউএনও অফিসে সংবাদ পাঠানো হয়েছে। প্রকৃত ক্ষতিগ্রস্তদের তালিকা করা হচ্ছে।”

রতনকান্দি ইউনিয়ন পরিষদের প্রশাসক ডা. মেরাজ হোসেন মিসবাহ বলেন, “ক্ষতিগ্রস্তদের তালিকা তৈরি করা হচ্ছে। প্রশাসনের পক্ষ থেকে ক্ষতিগ্রস্তদের সার্বিক সহযোগিতা করা হবে।”

সিরাজগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মনোয়ার হোসেন বলেন, “ঘটনাস্থলে পিআইওকে পাঠানো হয়েছে। ক্ষতিগ্রস্ত এলকায় আমিও যাব।”

ঢাকা/অদিত্য/মাসুদ

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়