শেরপুরে রাস্তায় গাছের গুঁড়ি ফেলে এনসিপির বিক্ষোভ
শেরপুর প্রতিনিধি || রাইজিংবিডি.কম
শেরপুর-ঢাকা মহাসড়কে গাছের গুঁড়ি ফেলে বিক্ষোভ করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) নেতাকর্মীরা। গোপালগঞ্জে দলটির কেন্দ্রীয় নেতাদের হামলার প্রতিবাদে শেরপুর শহরের অষ্টমীতলা বাসস্ট্যান্ডের সামনের সড়কে বিক্ষোভ করেন তারা।
এলাকাবাসী জানান, বুধবার (১৬ জুলাই) বিকেলে ৪টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত এনসিপির নেতাকর্মীরা সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন। এসময় তারা রাজনীতিতে নিষিদ্ধ আওয়ামী লীগের বিরুদ্ধে স্লোগান দেন। অবরোধের কারণে সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়।
শেরপুর জেলা এনসিপির আহ্বায়ক মামুনুর রহমান মামুন বলেন, “গোপালগঞ্জে আমাদের কেন্দ্রীয় নেতাদের ওপর হামলার ঘটনায় কেন্দ্রীয় নির্দেশনা অনুযায়ী আমরা শেরপুর জেলা এনসিপি অবরোধ কর্মসূচি পালন করছি। হামলায় জড়িত নিষিদ্ধ ছাত্রলীগ নেতাকর্মীদের আইনের আওতায় না আনলে আমাদের এই কর্মসূচি চলতেই থাকবে।”
ঢাকা/তারিকুল/মাসুদ