ঢাকা     সোমবার   ১৫ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ১ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

জিন তাড়ানোর কথা বলে লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ

ঝিনাইদহ প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২০:৪৫, ১৬ জুলাই ২০২৫  
জিন তাড়ানোর কথা বলে লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ

এহসান। ফাইল ফটো

জিন তাড়ানোর কথা বলে এক লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে এহসান (৩৮) নামের এক কবিরাজের বিরুদ্ধে। তিনি ঝিনাইদহের কোটচাঁদপুর উপজেলা বলুহর ইউনিয়নের পারলাট গ্রামের আব্দুল বারেকের ছেলে।

ভুক্তভোগী রওশন আলী বলেন, ‘‘আমার মেয়ে প্রিয়ার বিয়ে দিয়েছিলাম পার্শ্ববর্তী মুরুটিয়া গ্রামে। বিয়ের কিছুদিন পরই মেয়ে অসুস্থ হয়ে পড়ে। সে সময় শ্বশুরবাড়ির লোকজন অভিযোগ করেন, প্রিয়ার সঙ্গে জিনের আছর আছে। পরে জিন তাড়ানের জন্য প্রিয়াকে তারা এহসান কবিরাজের কাছে নিয়ে যান। কবিরাজের সঙ্গে জিন তাড়ানোর চুক্তি হয়। যতবার নিয়ে যাওয়া হবে, ততবার তাকে ১০ হাজার টাকা করে দিতে হবে।’’

আরো পড়ুন:

তিনি আরো বলেন, ‘‘কবিরাজের কাছে মোট ১০ বার নিয়ে যাওয়া হয় প্রিয়াকে। প্রতিবার ১০ হাজার টাকা করে মোট এক লাখ টাকা দেওয়া হয়েছে। কিন্তু, তবুও মেয়ের সংসার টেকেনি। পরে জানতে পারি, এহসান ভণ্ড। অনেকেই তার মাধ্যমে প্রতারিত হয়েছেন। তার বিরুদ্ধে থানায় অভিযোগ করেছি।’’

অভিযোগের বিষয়ে জানতে এহসানের মোবাইলে কল করলে তার স্ত্রী রিসিভ করেন। তিনি বলেন, ‘‘তিনি বাড়িতে নাই। ফোন রেখে গেছেন।’’

কোটচাঁদপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) কবির হোসেন মাতুব্বর বলেন, ‘‘ভুক্তভোগী থানায় লিখিত অভিযোগ করেছেন। তদন্ত শুরু হয়েছে। তদন্তে অভিযোগ প্রমাণিত হলে আইনি ব্যবস্থা নেওয়া হবে।’’

ঢাকা/শাহরিয়ার/রাজীব

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়