ঢাকা     সোমবার   ১৫ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ৩০ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

কিশোরগঞ্জে হত্যা মামলায় ১৩ জনের যাবজ্জীবন

কিশোরগঞ্জ প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:১৬, ১৭ জুলাই ২০২৫  
কিশোরগঞ্জে হত্যা মামলায় ১৩ জনের যাবজ্জীবন

কিশোরগঞ্জের করিমগঞ্জে সৈয়দ আলী (৩০) নামে এক ব্যবসায়ীকে হত্যার মামলায় ১৩ জনের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। সেই সঙ্গে তাদের প্রত্যেককে ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো ছয় মাসের কারাদণ্ডের আদেশ দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (১৭ জুলাই) দুপুরে জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মুহাম্মদ নূরুল আমিন বিপ্লব এই রায় ঘোষণা করেন। কিশোরগঞ্জ জেলা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট জালাল উদ্দিন রায়ের বিষয়টি নিশ্চিত করেছেন।

আরো পড়ুন:

দণ্ডপ্রাপ্তরা হলেন- আব্দুর রউফ ওরফে আলফাতুন (৬৯), আজিজুল হক এলাম (৫৪), মো. আলাউদ্দিন ওরফে আলাম মেম্বার (৫৯), কালাম মুন্সি (৬৪), আয়তুল হক মালাম (৫২), আঙ্গুর মিয়া ওরফে আনোয়ার হোসেন (৪৫), হায়দার আলী (৩৭), রোয়েল (৩৯), রাসেল ওরফে ছোটন (৩৬), সোহেল (৪১), রেজা মিয়া ওরফে আশিক আহমেদ হৃদয় (৩৪), রিয়াদ (৩২) ও জহিরুল ইসলাম কালা (৪৪)। রায় ঘোষণার সময় সাত আসামি আদালতে উপস্থিত ও বাকিরা পলাতক ছিলেন।

মামলার এজাহার সূত্রে জানা গেছে, আসামিদের সঙ্গে নিহত ব্যবসায়ী সৈয়দ আলীর বাড়ির সীমানা নির্ধারণ নিয়ে বিরোধ ছিল। ঘটনার দিন ২০১৬ সালের ২৩ মার্চ নিয়ামতপুর বাসস্ট্যান্ড বাজারে গেলে আসামিরা দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে ভিকটিমের ওপর হামলা করে গুরুতর আহত করেন। দ্রুত তাকে উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরে সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হলে চিকিৎসাধীন অবস্থায় ২৯ মার্চ তার মৃত্যু হয়।

এ ঘটনায় ২৫ মার্চ নিহতের বড় বোন পারভীন সুলতানা বাদী হয়ে করিমগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। করিমগঞ্জ থানার তৎকালীন উপপরিদর্শক (এসআই) মো. শহর আলী ওই বছরের ২১ সেপ্টেম্বর আদালতে অভিযোগপত্র দাখিল করেন। দীর্ঘ শুনানির পর বৃহস্পতিবার মামলার রায় ঘোষণা করেন আদালত।

ঢাকা/রুমন/রাজীব

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়