ঢাকা     সোমবার   ১৫ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ৩০ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

কুড়িগ্রামের প্রবীণ সাংবাদিক মঞ্জুর ইন্তেকাল

কুড়িগ্রাম প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:৫৬, ১৭ জুলাই ২০২৫  
কুড়িগ্রামের প্রবীণ সাংবাদিক মঞ্জুর ইন্তেকাল

মমিনুল ইসলাম মঞ্জু

প্রায় পাঁচ দশক ধরে দেশের উত্তরাঞ্চলের সীমান্ত ও নদ-নদীবেষ্টিত জেলা কুড়িগ্রামের খবর গণমাধ্যমে তুলে ধরা প্রবীণ সাংবাদিক মমিনুল ইসলাম মঞ্জু ইন্তেকাল করেছেন। (ইন্নালিল্লাহি … রাজিউন)। 

মঞ্জু বুধবার (১৬ জুলাই) দিবাগত রাত ২ টা ২০ মিনিটে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তার বয়স হয়েছিল ৬৯ বছর। 

আরো পড়ুন:

মমিনুল ইসলাম মঞ্জু সর্বশেষ ‘এখন’ টেলিভিশনের কুড়িগ্রাম জেলা প্রতিনিধি হিসেবে কর্মরত ছিলেন। তিনি একুশে টেলিভিশন, সিএসবি টেলিভিশন এবং সময় টেলিভিশনে কাজ করেছেন। এছাড়াও দৈনিক সমকালসহ বিভিন্ন প্রিন্ট মিডিয়ায় কাজ করেছেন। কুড়িগ্রামের ছিটমহল সংকট, নদী ভাঙন, বন্যা-খড়া এবং কৃষিভিত্তিক সংবাদ প্রকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন তিনি। 

মঞ্জু কুড়িগ্রাম প্রেস ক্লাবের সভাপতি ও সাধারণ সম্পাদক হিসেবেও একাধিকবার দায়িত্ব পালন করেছেন। 

মঞ্জু বেশ কিছুদিন যাবত ডায়াবেটিসসহ অন্যান্য রোগে ভুগছিলেন। সবশেষ তিনি ঢাকার সিএমএইচে চিকিৎসাধীন ছিলেন। তিনি তিন সন্তান, অসংখ্য অনুজ সহকর্মী এবং বহু গুণগ্রাহী রেখে গেছেন। তার মৃত্যুকে এখন টেলিভিশন পরিবার শোক প্রকাশ করেছেন।

তার মৃত্যুতে কুড়িগ্রাম প্রেস ক্লাবের সাংবাদিকসহ জেলায় কর্মরত বিভিন্ন মিডিয়ার সাংবাদিকেরা শোকাহত।

মরহুমের প্রথম জানাজা বৃহস্পতিবার (১৭ জুলাই) বাদ আছর কৃঞ্চপুরে তার নিজ বাসভবন সংলগ্ন পশ্চিম মুন্সিপাড়া জামে মসজিদ প্রাঙ্গণে, দ্বিতীয় জানাজা বিকাল পৌনে ৬টায় কুড়িগ্রাম প্রেসক্লাব চত্বরে অনুষ্ঠিত হবে। তাকে কুড়িগ্রাম কেন্দ্রীয় কবরস্থানে দাফন করা হবে। 

ঢাকা/সৈকত/বকুল 

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়