খুলনায় মাহবুব হত্যা: ফুটেজ দেখে আরো ২ জন গ্রেপ্তার
নিজস্ব প্রতিবেদক, খুলনা || রাইজিংবিডি.কম
খুলনার দৌলতপুরের আলোচিত সাবেক যুবদল নেতা মাহবুবুর রহমান মোল্লা হত্যার সঙ্গে জড়িত সন্দেহে কাজী রায়হান ইসলাম (৩০) এবং হাসিব মোল্লাকে (৩২) গ্রেপ্তার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (১৭ জুলাই) সকালে দৌলতপুর থানা ও ডিবি পুলিশের দুটি টিম তাদের দুজনকে সাতক্ষীরা জেলার তালা উপজেলা থেকে গ্রেপ্তার করে। তবে মামলার তদন্তের স্বার্থে পুলিশ অনেক বিষয় গোপন করে যাচ্ছে। এ নিয়ে আলোচিত এ হত্যা ঘটনায় চার জনকে গ্রেপ্তার করা হলো।
দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর আতাহার আলী বলেন, ‘‘আজ বৃহস্পতিবার সকালে তালা উপজেলার মহিলা কলেজের পাশে একটি ভাড়া বাড়িতে অভিযান চালিয়ে রায়হানকে গ্রেপ্তার করা হয়।’’
সিসি ফুটেজ থেকে সংগ্রহ করা যুবকের সঙ্গে গ্রেপ্তার হওয়া যুবকের মুখাবয়বের মিল আছে কি-না প্রশ্ন করলে তিনি বলেন, ‘‘আমরা যে রায়হানকে আটক করেছি, সে ওই ব্যক্তি কি-না তা জিজ্ঞাসাবাদে জানা যাবে। মাহবুব হত্যাকাণ্ডের পর থেকে রায়হান এলাকা ছেড়ে পালিয়ে যায়। তার অবস্থান নিশ্চিত হওয়ার জন্য উন্নত প্রযুক্তির সাহায্যে নেয়া হয়। তার অবস্থান নিশ্চিত হয়ে তাকে আটক করা হয়। পরে তাকে নিয়ে পাইকগাছা উপজেলায় অভিযান চালানো হয়। তাকে নিয়ে পুলিশের একটি টিম খুলনার উদ্দেশে যাত্রা করেছে।’’
এ মামলার অপর আসামি হাসিব মোল্লাকে খুলনা মহানগর গোয়েন্দা পুলিশের একটি টিম সাতক্ষীরার তালা উপজেলা থেকে গ্রেপ্তার করে তাদের কার্যালয়ে নিয়ে আসে।
মহানগর গোয়েন্দা পুলিশের একজন কর্মকর্তা জানান, সিসি ফুটেজে সংগ্রহকৃত ছবির সঙ্গে হাসিব মোল্লার চেহারার যথেষ্ট মিল আছে। তবে তিনি সেই যুবক কি-না তা তিনি নিশ্চিত করে বলতে পারেননি। তাকে ডিবি কার্যালয়ে রেখে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
এদিকে, হত্যাকাণ্ডের পর সজল ও আলাউদ্দিন নামে দুই যুবককে গ্রেপ্তার করা হয়। তারা এ হত্যা সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছে বলে পুলিশ জানায়।
বহিষ্কৃত যুবদল নেতা মাহবুবুর রহমানকে ১১ জুলাই জুমার নামাজের আগে বেলা দেড়টার দিকে খুলনা নগরীর মহেশ্বরপাশা পশ্চিমপাড়ায় নিজ বাড়ির সামনে গুলি ও পায়ের রগ কেটে হত্যা করা হয়। হত্যার একদিন পর নিহতের বাবা আব্দুল করিম মোল্লা বাদী হয়ে হত্যা মামলা দায়ের করেন। হত্যা মিশনে অংশগ্রহণকারী তিন কিলারকে ভিডিও ফুটেজের মাধ্যমে সনাক্ত করা হলেও এখনো তাদের গ্রেপ্তার করতে পারেনি পুলিশ।
ঢাকা/নুরুজ্জামান/বকুল