২০টি পাখি উদ্ধার, শিকারীকে জরিমানা
হবিগঞ্জ প্রতিনিধি || রাইজিংবিডি.কম
পাখিগুলোর মধ্যে তিলা ঘুঘু, শালিক, বুলবুলি ও ডাহুক রয়েছে।
হবিগঞ্জ জেলার মাধবপুর উপজেলার মনতলা স্টেশন বাজারে অভিযান চালিয়ে দেশীয় নানা প্রজাতির ২০টি বন্যপাখি উদ্ধার করে জব্দ করা হয়েছে। উপজেলা প্রশাসনের এ অভিযানে জব্দকৃত পাখিগুলোর মধ্যে তিলা ঘুঘু, শালিক, বুলবুলি ও ডাহুক রয়েছে।
বৃহস্পতিবার (১৭ জুলাই) দুপুরে পরিচালিত এই অভিযানে অবৈধভাবে পাখি শিকার ও বিক্রির অভিযোগে মালু মিয়া নামে এক ব্যবসায়ীকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। এসব পাখি চুনারুঘাটের সাতছড়ি জাতীয় উদ্যানে অবমুক্ত করা হবে।
নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. মুজিবুল ইসলামের নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয়। মনতলা পুলিশ ফাঁড়ির একটি দল ও জগদীশপুর ফরেস্ট অফিসের কর্মকর্তা-কর্মচারীরা অভিযানে সহযোগিতা করেন।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. মুজিবুল ইসলাম জানান, বন্যপ্রাণি (সংরক্ষণ ও নিরাপত্তা) আইন, ২০১২ অনুযায়ী পাখি ব্যবসায়ী মালু মিয়াকে ওই পরিমাণ অর্থদণ্ড প্রদান করা হয়েছে। মালু মিয়া উপজেলার মেরাশানি গ্রামের মৃত সোনাই মিয়ার ছেলে।
উদ্ধারকৃত পাখিগুলোকে সাতছড়ি জাতীয় উদ্যানে অবমুক্ত করা হয়েছে বলে তিনি নিশ্চিত করেন। জনস্বার্থে এই ধরনের অভিযান অব্যাহত থাকবে।
ঢাকা/মামুন/এস