ঢাকা     বুধবার   ১০ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ২৬ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

চট্টগ্রামে ৩ কোটি টাকার ইয়াবাসহ নারী আটক

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:০৯, ১৮ জুলাই ২০২৫   আপডেট: ১৩:১২, ১৮ জুলাই ২০২৫
চট্টগ্রামে ৩ কোটি টাকার ইয়াবাসহ নারী আটক

চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় বিশেষ অভিযান চালিয়ে প্রায় ৩ কোটি টাকা দামের ১ লাখ পিস ইয়াবা জব্দ করেছে র‌্যাব-৭। এ সময় মনোয়ারা বেগম (৪৩) নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। 

শুক্রবার (১৮ জুলাই) দুপুরে র‌্যাবের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

আরো পড়ুন:

র‌্যাব-৭ জানিয়েছে, গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব জানতে পারে, কতিপয় মাদক ব্যবসায়ী আনোয়ারা থানাধীন রায়পুর এলাকায় একটি বাড়িতে বিপুল পরিমাণ ইয়াবা মজুদ করে বিক্রির জন্য অবস্থান করছে। এ তথ্যের ভিত্তিতে ১৭ জুলাই দিবাগত গভীর রাতে র‌্যাব-৭ এর একটি আভিযানিক দল দক্ষিণ পরুয়া পাড়ার আনোয়ার মাঝির বাড়িতে অভিযান চালায়। র‌্যাবের উপস্থিতি টের পেয়ে কয়েকজন পালানোর চেষ্টা করলে র‌্যাব সদস্যরা মনোয়ারা বেগম নামের এক নারীকে আটক করতে সক্ষম হন। পরে উপস্থিত সাক্ষীদের সামনে উক্ত নারীর দেখানো মতে বসতঘরের বারান্দায় খাটের নিচ থেকে বিশেষভাবে স্কচটেপে মোড়ানো ১০টি ইট আকৃতির প্যাকেট থেকে মোট ১ লাখ পিস ইয়াবা জব্দ করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে মনোয়ারা বেগম স্বীকার করেছেন যে, তিনি ও তার পরিবারের অন্য সদস্যরা দীর্ঘদিন ধরে মিয়ানমার সীমান্তবর্তী কক্সবাজার এলাকা থেকে ইয়াবা সংগ্রহ করে চট্টগ্রামসহ দেশের বিভিন্ন এলাকায় পাইকারি ও খুচরা বিক্রি করতেন।

আটক মনোয়ারা বেগমকে জব্দ করা মাদকসহ আনোয়ারা থানায় হস্তান্তর করা হয়েছে। এ বিষয়ে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানিয়েছে র‌্যাব-৭।

ঢাকা/রেজাউল/রফিক

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়