নিখোঁজের দুই দিন পর জেলের লাশ উদ্ধার, পরিবারের দাবি হত্যা
পটুয়াখালী (উপকূল) প্রতিনিধি || রাইজিংবিডি.কম
পটুয়াখালীর কুয়াকাটায় নিখোঁজের দুই দিন পর সুবজ হাওলাদার (২৩) নামে এক জেলের লাশ উদ্ধার করেছে পুলিশ।
শুক্রবার (১৮ জুলাই) বিকেলে পৌর শহরের ১ নম্বর ওয়ার্ডের শরিফপুর এলাকার একটি পরিত্যক্ত বাড়ির ঝোপ থেকে মরদেহটি উদ্ধার করা হয়। সবুজ ওই এলাকার বাশার হাওলাদারের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত মঙ্গলবার রাতে সবুজের সঙ্গে তার স্ত্রী আমেনার ঝগড়া হয়। এ ঘটনার জেরে বুধবার দুপুরে আমেনার বড় ভাই ওই বাড়িতে গিয়ে সবুজকে হুমকি-ধমকি দিয়ে তার বোনকে নিয়ে চলে যান। পরে সবুজও ঘর থেকে বের হয়ে যান।
সবুজের বড় বোন মনিরা অভিযোগ করে বলেন, ‘‘আমেনার ভাই সবুজকে হত্যা করেছে। এ ঘটনার বিচার দাবি করছি।’’
মহিপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহমুদ হাসান বলেন, ‘‘প্রাথমিকভাবে মনে হচ্ছে, এটি একটি হত্যাকাণ্ড। মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। এ ঘটনায় পরবর্তী আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন।’’
ঢাকা/ইমরান/রাজীব