মসজিদ কমিটির সভাপতি হবেন ডিসি-ইউএনও: ধর্ম উপদেষ্টা
নিজস্ব প্রতিবেদক, খুলনা || রাইজিংবিডি.কম
অনুষ্ঠানে বক্তব্য রাখছেন ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন।
ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন বলেছেন, “দেশে সরকারি মসজিদ বেশি নাই, বেশির ভাগ বেসরকারি-স্বায়ত্ব শাসিত, অর্ধ স্বায়ত্ব শাসিত-কর্পোরেট মসজিদ। তো আমরা ওখানে একটা নীতিমালা করছি। খুলনা বিভাগের মধ্যে খুলনা শহরে যতগুলো মসজিদ আছে- এগুলোর সভাপতি হবেন ডিসি। উপজেলায় হবেন ইউএনও।”
তিনি বলেন, “এক মাসের মধ্যে মসজিদ ব্যবস্থাপনা নীতিমালার গেজেট প্রকাশ করা হবে। আমাদের অফিসারদের একটি দল কাজ শেষ করে ফেলেছে। ২০১৫ সালের পে স্কেল অনুযায়ী আমরা বেতনভাতা দেওয়ার জন্য শুপারিশ করেছি।”
শুক্রবার (১৮ জুলাই) দুপুরে খুলনার নুরনগরে মেট্রোপলিটন মডেল মসজিদে বিভাগীয় ইমাম সম্মেলনে তিনি এ কথা বলেন।
ধর্ম উপদেষ্টা উদাহরণ দিয়ে আরও বলেন, “আমার বাবা একটা মসজিদ করেছে, এটা আমি চালাই-এটা বেসরকারি। আমার মসজিদে লক্ষ লক্ষ টাকা জমা। কিন্তু আমি ইমামকে সম্মানজনক বেতন দেই না, তাকে বোনাস দেই না, তার থাকার ব্যবস্থা করি না। আমরা নীতিমালার মধ্যে এটা লিখেছি, মসজিদের যদি আর্থিক অবস্থা স্বচ্ছল হয়- তাহলে তিনি এটা দিতে বাধ্য থাকবেন।”
খুলনা জেলা প্রশাসক মোহাম্মদ সাইফুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বিভাগীয় কমিশনার মো. ফিরোজ সরকার, ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক আ. ছালাম খান, খুলনা পুলিশের রেঞ্জ ডিআইজি মো. রেজাউল হক, গণপূর্ত বিভাগের তত্ত্বাবধায়ক প্রকৌশলী আহমেদ আনোয়ারুল নজরুল ও ইসলামিক ফাউন্ডেশনের বোর্ড অব গভর্নেসের গভর্নর মাওলানা সৈয়দ মোহাম্মদ মোসাদ্দেক বিল্লাহ আল মাদানী প্রমুখ।
ঢাকা/নুরুজ্জামান/এস