ঢাকা     সোমবার   ১৫ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ৩০ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

প্রেমিককে নিয়ে স্বামীকে অপহরণের পর সম্পত্তি লিখে নেওয়ার অভিযোগ

শরীয়তপুর প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:৩৩, ১৯ জুলাই ২০২৫   আপডেট: ১৬:৩৮, ১৯ জুলাই ২০২৫
প্রেমিককে নিয়ে স্বামীকে অপহরণের পর সম্পত্তি লিখে নেওয়ার অভিযোগ

শরীয়তপুরে পরকীয়া প্রেমিককে সঙ্গে নিয়ে প্রবাস ফেরত স্বামীকে অপহরণের পর জোরপূর্বক সম্পত্তি লিখে নেওয়ার অভিযোগ উঠেছে স্ত্রীর বিরুদ্ধে।

শনিবার (১৯ জুলাই) দুপুরে সংবাদ সম্মেলন করে এই অভিযোগ করেন দক্ষিণ আফ্রিকা প্রবাসী আনোয়ার হোসেন খলিফা।

আরো পড়ুন:

সংবাদ সম্মেলনে আনোয়ার হোসেন বলেন, ‘‘দীর্ঘ ১৬ বছর ধরে দক্ষিণ আফ্রিকার কেপ টাউনে ব্যবসা করি। সম্প্রতি ব্যবসা পরিচালনায় সহায়তার জন্য শ্যালককে ওই দেশে নিয়ে যাই। কিন্তু, এরই মাঝে আমার স্ত্রী কলি পরকীয়ায় জড়িয়ে পরেন। এ নিয়ে তার সঙ্গে আমার বিরোধ শুরু হয়। কলি পরকীয়া সম্পর্ক ধামাচাপা দিতে দক্ষিণ আফ্রিকায় শ্যালককে দিয়ে মাফিয়া গোষ্ঠীর সহায়তায় আমাকে অপহরণ করায়। পরে আমার পাসপোর্ট কেড়ে নিয়ে জোর করে দেশে পাঠিয়ে দেওয়া হয়। বাংলাদেশে ফিরলে বিমানবন্দর থেকে পরকীয়া প্রেমিককে সঙ্গে নিয়ে আমাকে ফের অপহরণ করা হয়। পরে একটি কক্ষে আটকে রেখে ভয়ভীতি দেখিয়ে ও জোরপূর্বক আমার সব সম্পত্তি লিখে নেয়। এখন আমি নিঃস্ব। আইনি সহায়তার জন্য প্রশাসনের দ্বারস্থ হয়েছি।’’

অভিযোগের বিষয়ে জানতে কলির সঙ্গে মোবাইলে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি কথা বলতে রাজি হননি।

ঢাকা/আকাশ/রাজীব

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়