ঢাকা     সোমবার   ১৫ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ৩০ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

পঞ্চগড়ের পাঁচ শহীদের নামে বৃক্ষ রোপণ 

পঞ্চগড় প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৭:৫৭, ১৯ জুলাই ২০২৫  
পঞ্চগড়ের পাঁচ শহীদের নামে বৃক্ষ রোপণ 

জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে দেশের বিভিন্ন স্থানে পালন করা হয়েছে ‘এক শহীদ, এক বৃক্ষ’ কর্মসূচি। এ কর্মসূচিতে প্রত্যেক শহীদের নামের একটি করে গাছের চারা রোপণ করা হয়েছে।

শনিবার (১৯ জুলাই) দুপুরে পঞ্চগড়ের পাঁচ শহীদের স্মরণে জেলা প্রশাসন ও বন বিভাগের যৌথ আয়োজনে পঞ্চগড় ইকো পার্ক চত্বরে এ কর্মসূচি পালন করা হয়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কর্মসূচি উদ্বোধন করেন পঞ্চগড়ের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সুমন চন্দ্র দাশ।

অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- জেলা ও দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর আদম সুফি, সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট (ভূমি অধিগ্রহণ, রাজস্ব ও জেনারেল সার্টিফিকেট শাখা) মিজানুর রহমান, সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট (নেজারত, জেএম ও ট্রেজারি শাখা) আমিনুল হক তারেক, জেলা বন বিভাগের ভারপ্রাপ্ত কর্মকর্তা (এসএফএনটিসি) হরিপদ দেবনাথ, পঞ্চগড় প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্রের কর্মকর্তা মো. শাহজাহান প্রমুখ।

এদিন পঞ্চগড় জেলার পাঁচজন বীর শহীদের নামে রোপণ করা হয় পাঁচটি বৃক্ষ। এর মধ্যে শহীদ সাজু ইসলামের নামে নিম, শহীদ আবু ছায়েদর নামে কাজুবাদাম, শহীদ সাগর রহমানের নামে লটকন, শহীদ সাজু ইসলামর নামে জারুল এবং শহীদ শাহাবুল ইসলাম শাওনের নামে হরিতকি গাছের চারা রোপণ করা হয়।

ঢাকা/নাঈম/রফিক

সর্বশেষ

পাঠকপ্রিয়