ঢাকা     সোমবার   ১৫ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ৩০ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

সৈয়দপুরে ইয়াবাসহ আটক ১

নীলফামারী প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২০:০৮, ১৯ জুলাই ২০২৫  
সৈয়দপুরে ইয়াবাসহ আটক ১

ফাইল ফটো

নীলফামারীর সৈয়দপুরে ১ হাজার ৯৬৫ পিস ইয়াবাসহ খোকন মিয়া (৫৫) নামে এক মাদক কারবারিকে আটক করেছে র‌্যাব। 

শনিবার (১৯ জুলাই) সকালে উপজেলার কামারপুকুর ইউনিয়নের রংপুর-সৈয়দপুর মহাসড়কের কলাবাগান এলাকা থেকে তাকে আটক করা হয়।

আরো পড়ুন:

র‌্যাব-১৩ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) অতিরিক্ত পুলিশ সুপার বিপ্লব কুমার গোস্বামী আজ দুপুরে প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেন।

আটক খোকন মিয়া নোয়াখালী জেলা সদরের উত্তর শুল্লুকিয়া এলাকার মৃত মোজাফ্ফর আহম্মদের ছেলে।

র‌্যাব জানায়, রংপুর থেকে ছেড়ে আসা একটি পরিবহনের তল্লাশি চালানো হয়। এসময় সন্দেহভাজন যাত্রী খোকন মিয়াকেও তল্লাশি করা হয়। তার পরিহিত প্যান্টের পকেট থেকে ১১টি নীল রঙের পলিজিপার প্যাকেটে রাখা ১ হাজার ৯৬৫ পিস ইয়াবা জব্দ করা হয়। পরে তাকে আটক করা হয়। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

সৈয়দপুর থানার ওসি ফইম উদ্দিন বলেন, “এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে থানায় মামলা হবে। আটককৃতকে আজই আদালতে পাঠানো হবে।”

ঢাকা/সিথুন/মাসুদ

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়