হত্যাসহ ২১ মামলার আসামি যুবলীগ নেতা আমিনুল গ্রেপ্তার
বগুড়া প্রতিনিধি || রাইজিংবিডি.কম
গ্রেপ্তার আমিনুল ইসলাম
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ছাত্র–জনতার ওপর হামলার ঘটনায় করা হত্যাসহ ২১ মামলার আসামি বগুড়ার যুবলীগ নেতা আমিনুল ইসলামকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।
শনিবার (১৯ জুলাই) সকাল সাড়ে ৭টার দিকে রাজধানীল গুলশান এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
আমিনুল ইসলাম বগুড়া পৌরসভার ১৫ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ও সদর উপজেলা যুবলীগের সহ-সভাপতি ছিলেন। এ ছাড়া গত বছরের ৫ আগস্ট পর্যন্ত তিনি বগুড়া জেলা বাস, মিনিবাস, কোচ পরিবহন মালিক সমিতির সাধারণ সম্পাদক ছিলেন। ৫ আগস্টের পর ছাত্র–জনতার ওপর হামলা ও গুলির অভিযোগে ৯টি মামলায় আসামি করার পর তিনি আত্মগোপনে চলে যান। এ ছাড়া বগুড়া সদর উপজেলা বিএনপির তৎকালীন সাধারণ সম্পাদক মাহবুব আলম হত্যা মামলার প্রধান আসামি তিনি। তার বিরুদ্ধে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে একটি মামলা করেছে দুদক।
গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে বগুড়া জেলা অতিরিক্ত পুলিশ সুপার আতোয়ার রহমান জানান, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে সংঘটিত সহিংসতায় আমিনুল ইসলামের বিরুদ্ধে ৯টি মামলা রয়েছে। এ সব মামলায় তিনি পলাতক ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে বগুড়া ডিবি পুলিশের টিম ঢাকার গুলশান এলাকায় অভিযান পরিচালনা করে তাকে গ্রেপ্তার করে।
তিনি আরো বলেন, আমিনুল ইসলামের বিরুদ্ধে হত্যা, অপহরণ, চাঁদাবাজি, মারামারি, বিস্ফোরক ও দুর্নীতিসহ ২১টির বেশি মামলা চলমান আছে। পর্যায়ক্রমে তাকে বিভিন্ন মামলায় গ্রেপ্তার দেখানো হবে। আগামীকাল রবিবার (২০ জুলাই) তাকে আদালতে তোলা হবে।
ঢাকা/এনাম/বকুল