ঢাকা     সোমবার   ১৫ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ৩০ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

ঘোড়ার গাড়ির চাকায় শিশুর মৃত্যু

নড়াইল প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২০:৩৬, ১৯ জুলাই ২০২৫  
ঘোড়ার গাড়ির চাকায় শিশুর মৃত্যু

ফাইল ফটো

নড়াইলের নড়াগাতি থানার বাগুডাঙ্গা গ্রামে ঘোড়ার গাড়ির চাকার নিচে পড়ে সাদমান (৮) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।

শনিবার (১৯ জুলাই) দুপুরের দিকে বাগুডাঙ্গা মাধ্যমিক বিদ্যালয়ের সামনের সড়কে দুর্ঘটনার শিকার হয় সে। সাদমান হাফিজুর মোল্যার ছেলে।

আরো পড়ুন:

স্থানীয় বাসিন্দা শেখ ইকবাল হোসেন জানান, আজ দুপুরে বাগুডাঙ্গা আঠারোবেকি নদীতে পচানো (জাগ দেওয়া) পাট নিয়ে ঘোড়ার গাড়িতে বাড়ি ফিরছিলেন হাফিজুর। এসময় শিশুটিও ঘোড়ার গাড়ির সঙ্গে হেঁটে যাচ্ছিল। নদী থেকে কিছুদূর সামনে গেলে শিশুটি পা পিছলে পড়ে যায়। এ সময় ঘোড়ার গাড়ির চাকা শিশুটির পেটের ওপর উঠে যায়।

তিনি জানান, আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে নেওয়ার পথে সাদমানের মৃত্যু হয়।

নড়াগাতি থানার ওসি আশিকুর রহমান জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। কারো অভিযোগ না থাকায় শিশুটিকে দাফনের জন্য অনুমতি দেওয়া হয়েছে।

ঢাকা/শরিফুল/মাসুদ

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়