জামায়াতকে নাম পরিবর্তনের পরামর্শ ফরহাদ মজহারের
নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম || রাইজিংবিডি.কম
বাংলাদেশ জামায়াতে ইসলামীর নাম বদলানোর পরামর্শ দিয়েছেন বিশিষ্ট দার্শনিক, মানবাধিকার কর্মী, ও রাষ্ট্রচিন্তক ফরহাদ মজহার।
শনিবার (১৯ জুলাই) চট্টগ্রাম প্রেস ক্লাবে আয়োজিত সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এই পরামর্শ দেন।
ফরহাদ মজহার বলেন, ‘‘আইডিএল (ইসলামিক ডেমোক্রেটিক লিগ) বিলুপ্ত করে জামায়াতে ইসলামী নামে রাজনীতিতে পুনরায় আত্মপ্রকাশ করাটা রাজনৈতিক দূরদর্শিতার অভাব। মুক্তিযুদ্ধের চেতনাকে সম্মান জানিয়ে জামায়াতকে নাম পরিবর্তন করতে হবে।”
এ সময় চট্টগ্রামের কৌশলগত গুরুত্ব তুলে ধরে তিনি বলেন, চট্টগ্রাম দেশের অর্থনীতির হৃদয়। বন্দর ও গুরুত্বপূর্ণ সামরিক-বাণিজ্যিক স্থাপনাগুলো রক্ষা করতে হলে বন্দরের স্বায়ত্তশাসন ও দুর্নীতিমুক্ত নিশ্চিত করতে হবে। এসময় কাস্টমসকে বন্দর থেকে আলাদা করার তাগিদ দেন তিনি।
সংবিধান ও গঠনতন্ত্রের পার্থক্য তুলে ধরে ফরহাদ মজহার বলেন, “সংবিধান একটি আইনি কাঠামো মাত্র, যেখানে গঠনতন্ত্র রাষ্ট্র ও সংগঠন পরিচালনার মূল দর্শন। ড. কামাল হোসেন সংবিধানকে রাষ্ট্রচিন্তার কেন্দ্রবিন্দু বানিয়ে জাতিকে বিভ্রান্ত করেছেন।”
সভায় সভাপতিত্ব করেন চট্টগ্রাম প্রেস ক্লাবের সদস্য সচিব ও দৈনিক আমার দেশের আবাসিক সম্পাদক জাহিদুল করিম কচি।
তিনি বলেন, ‘‘চট্টগ্রাম প্রেস ক্লাব আর ভারতের এজেন্ডা বাস্তবায়নের স্থান নয়, এটি এখন দেশপ্রেমিক সাংবাদিকদের আশ্রয়স্থল।’’
ঢাকা/রেজাউল/রাজীব