ঢাকা     সোমবার   ১৫ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ১ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

সালাহউদ্দিনকে নিয়ে ‘অশালীন’ বক্তব্যের প্রতিবাদ কক্সবাজার জেলা বিএনপির

কক্সবাজার প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২২:৪৯, ১৯ জুলাই ২০২৫   আপডেট: ২২:৫২, ১৯ জুলাই ২০২৫
সালাহউদ্দিনকে নিয়ে ‘অশালীন’ বক্তব্যের প্রতিবাদ কক্সবাজার জেলা বিএনপির

শনিবার বিকেলে জেলা কার্যালয় থেকে বিক্ষোভ মিছিল বের করে বিএনপি

সালাহউদ্দিন আহমদকে নিয়ে জাতীয় নাগরিক পার্টির সমাবেশ থেকে মানহানিকর ও অশালীন বক্তব্যের প্রতিবাদ জানিয়েছে কক্সবাজার জেলা বিএনপি।

শনিবার (১৯ জুলাই) রাত ৯টার দিকে জেলা বিএনপির পক্ষ থেকে এ বিষয়ে বিবৃতি দেওয়া হয়েছে। 

আরো পড়ুন:

আরো পড়ুন: ‘শিলং থেকে এসে কক্সবাজারে লুটপাট’ ইঙ্গিতপূর্ণ বক্তব্যের পর এনসিপির পদযাত্রায় বাধা

শনিবার দুপুরে কক্সবাজার শহরের শহীদ দৌলত ময়দানে এক সমাবেশে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদকে ইঙ্গিত করে ‘গডফাদার’ ও ‘চাঁদাবাজ’ বলে মন্তব্য করেন এনসিপির মুখ্য সংগঠক নাসিরুদ্দীন পাটোয়ারী। তার এ বক্তব্য গণমাধ্যমে প্রকাশের পরপরই জেলার বিভিন্ন স্থানে বিক্ষোভ শুরু করেন বিএনপি এবং তাদের সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

কক্সবাজার জেলা বিএনপির দপ্তর সম্পাদক ইউসুফ বদরী স্বাক্ষরিত বিবৃতিতে দলটির জেলা সভাপতি শাহজাহান চৌধুরী ও সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শামীম আরা স্বপ্না বলেন, ‍“সালাহউদ্দিন আহমদ কক্সবাজারবাসীর অহংকার, গর্ব এবং বাংলাদেশের একজন জাতীয় নেতা। তার নামে কুৎসা রটনা করে ইঙ্গিতপূর্ণ, মানহানিকর ও অরুচিকর বক্তব্য দেওয়া হয়েছে; যা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।”

তারা বলেন, “সালাহউদ্দিন আহমদ একজন মৃত্যুঞ্জয়ী বীর। ফ্যাসিস্ট সরকার তাকে গুম করেও দমাতে পারেনি। আল্লাহর রহমতে তিনি টানা ৯ বছর নির্বাসনে থেকেও জাতীয় রাজনীতিতে দৃপ্ত পদচারণা অব্যাহত রেখেছেন। এমন একজন নেতাকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য রাজনীতির জন্য অশনিসংকেত।”

বিবৃতিতে জেলা বিএনপি দাবি করে, জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীকে দলের পক্ষ থেকে প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে এবং তার দেওয়া বক্তব্য প্রত্যাহার করতে হবে।

আরো পড়ুন: বিএনপির বিক্ষোভের মুখে এনসিপির ঈদগাঁও ও চকরিয়ার সভা পণ্ড

কক্সবাজার জেলা বিএনপির দপ্তর সম্পাদক ইউসুফ বদরী বলেন, “সালাহউদ্দিন আহমদ কক্সবাজারবাসীর প্রিয় নেতা। তার মতো একজন অভিজ্ঞ রাজনীতিবিদকে উদ্দেশ্য করে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সমাবেশে যেভাবে অশালীন ও রাজনৈতিক শিষ্টাচারবহির্ভূত বক্তব্য দেওয়া হয়েছে, তা শুধু দুঃখজনকই নয়, চরমভাবে মানহানিকর। অবিলম্বে ওই বক্তব্যের জন্য প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে।”

এর আগে, আজ বিকেলে শহীদ মিনার সংলগ্ন জেলা বিএনপির কার্যালয় থেকে বিক্ষোভ মিছিল বের করেন দলটির নেতারা। 

ঢাকা/তারেকুর/মাসুদ

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়