চট্টগ্রামে আজ এনসিপি’র জুলাই পদযাত্রা ও সমাবেশ
নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম || রাইজিংবিডি.কম
চট্টগ্রামে স্থানীয় নেতৃবৃন্দের সাথে এনসিপির কেন্দ্রীয় মুখপাত্র সামান্তা শারমিন।
বন্দরনগরী চট্টগ্রামে আজ বিকেলে অনুষ্ঠিত হবে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)’র জুলাই পদযাত্রা ও সমাবেশ।
আজ রবিবার (২০ জুলাই) বিকাল ৫টায় চট্টগ্রাম নগরীর বহদ্দার হাট, মুরাদপুর হয়ে নগরীর দুই নম্বর গেইটে সমাবেশ ও সেখান থেকে পদযাত্রা শুরু করার কর্মসূচি রয়েছে।
এনসিপি চট্টগ্রামের মিডিয়া সেলের প্রতিনিধি আরাফাত আহমেদ রনি এই তথ্য জানিয়েছেন।
এদিকে এনসিপি’র কেন্দ্রীয় নেতৃবৃন্দ শনিবার রাতেই বান্দরবান থেকে চট্টগ্রামে পৌঁছেছেন। সকাল ৯টায় তারা রাঙ্গামাটির উদ্দেশ্যে যাত্রা করবেন। এই পদযাত্রাকে ঘিরে চট্টগ্রামে সতর্ক অবস্থানে রয়েছে পুলিশ।
এনসিপি’র জুলাই পদযাত্রার শিডিউল থেকে জানা যায়, আজ রবিবার সকাল ৯টার দিকে এনসিপি’র কেন্দ্রীয় নেতৃবৃন্দ চট্টগ্রাম থেকে রাঙ্গামাটির উদ্দেশ্যে যাত্রা করবেন। দুপুরে রাঙ্গামাটিতে পদযাত্রা ও সমাবেশ শেষে আবার কাপ্তাই- রাঙ্গুনিয়া হয়ে চট্টগ্রামের উদ্দেশ্যে যাত্রা করবেন।
বিকেল ৫টা নাগাদ তারা চট্টগ্রাম নগরীর বহদ্দারহাট ও মুরাদপুর হয়ে নগরীর পাঁচলাইশ থানার দুই নম্বর গেইট বিপ্লব উদ্যোনে সমাবেশ করবেন।
নগরীর বহদ্দারহাট, মুরাদপুর, চকবাজার, নিউমার্কেট, আন্দরকিল্লা, টাইগার পাস, আগ্রাবাদ, হালিশহর, ইপিজেড, খুলশী, পাঁচলাইশসহ নগরের বিভিন্ন এলাকা থেকে এনসিপি'র স্থানীয় নেতাকর্মীরা মিছিল সহকারে সমাবেশস্থলে যোগদান করবেন।
এদিকে, চট্টগ্রামে এনসিপি’র সমাবেশ ও পদযাত্রা উপলক্ষে কঠোর নিরাপত্তামূলক ব্যবস্থা গ্রহণ করেছেন চট্টগ্রাম মহানগর পুলিশ। চট্টগ্রামে যে হোটেলে এনসিপি’র নেতৃবৃন্দ অবস্থান করছেন সে হোটেলে আগে থেকেই নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়। তল্লাশি করা হয় ডগ স্কোয়াড দিয়ে। কঠোর নিরাপত্তা ব্যবস্থার মধ্যে শনিবার রাতে বান্দরবান থেকে চট্টগ্রামের কোতোয়ালী থানার মোটেল সৈকতে এসে পৌঁছান এনসিপি নেতৃবৃন্দ।
চট্টগ্রাম মহানগর পুলিশের জনসংযোগ বিভাগের দায়িত্বপ্রাপ্ত পুলিশ সুপার মাহমুদা বেগম বলেন, “এনসিপি’র পদযাত্রা ও সমাবেশকে কেন্দ্র করে আমরা সর্বোচ্চ নিরাপত্তার ব্যবস্থা করেছি। যে হোটেলে তারা থাকবেন, সেখানে সুইপিং করা হয়েছে। যেকোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে অতিরিক্ত পুলিশ মোতায়েন থাকবে।”
ঢাকা/রেজাউল/এস