আ.লীগ ঘোষিত হরতালের প্রতিবাদে সড়কে বিএনপি নেতাকর্মীরা
সাভার (ঢাকা) প্রতিনিধি || রাইজিংবিডি.কম
ঢাকা-আরিচা মহাসড়কে অবস্থানরত বিএনপি, যুবদল ও ছাত্রদলের নেতাকর্মীরা।
নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের ডাকা হরতালের প্রতিবাদে জনসাধারণের নিরাপত্তায় ঢাকার ধামরাইয়ে ঢাকা-আরিচা মহাসড়কে অবস্থান নিয়েছে বিএনপি, যুবদল ও ছাত্রদলের নেতাকর্মীরা।
শনিবার (১৯ জুলাই) দিবাগত রাত ১২টার দিকে উপজেলার গাংগুটিয়া ইউনিয়নের বারবাড়িয়া এলাকায় ঢাকা-আরিচা মহাসড়কে ঢাকা জেলা বিএনপির সাবেক প্রচার সম্পাদক সুনীল সাহার নেতৃত্বে অবস্থান নেন একদল নেতাকর্মী। এছাড়া মোটরসাইকেলযোগে একদল নেতাকর্মী সড়কে টহল দেন।
ঢাকা জেলা বিএনপির সাবেক প্রচার সম্পাদক সুনীল সাহা বলেন, “নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের ডাকা হরতালে জনসাধারণের যেন কোনো জানমালের ক্ষয়ক্ষতি না হয় ও সড়কে কোনো পরিবহনে কোনো ক্ষতিগ্রস্ত না করতে পারে- সেজন্য বিএনপির নেতাকর্মীরা ঢাকা-আরিচা মহাসড়কসহ ধামরাইয়ের বিভিন্ন এলাকায় অবস্থান নিয়েছে। এছাড়া মহাসড়কের নিরাপত্তায় মোটরসাইকেলে করে একদল নেতাকর্মী টহল দিচ্ছে।”
এসময় তার সঙ্গে বিএনপি, যুবদল, ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী উপস্থিত ছিলেন।
ঢাকা/সাব্বির/এস