ঢাকা     সোমবার   ১৫ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ১ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

কারাগারে বন্ধুকে গাঁজা দিতে গিয়ে আটক, ১০ দিনের জেল

হবিগঞ্জ প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৯:১০, ২০ জুলাই ২০২৫   আপডেট: ০৯:১৭, ২০ জুলাই ২০২৫
কারাগারে বন্ধুকে গাঁজা দিতে গিয়ে আটক, ১০ দিনের জেল

বন্ধুকে গাঁজা দিতে গিয়ে আটক ফজলু মিয়া

হবিগঞ্জ জেলা কারাগারে জামা-কাপড়ের ভেতরে লুকিয়ে বন্ধুকে গাঁজা পৌঁছানোর চেষ্টাকালে মো. ফজলু মিয়া (৪৫) নামে আটক ব্যক্তিকে আটকের পর ১০ দিনের জেলা দেওয়া হয়েছে।

শনিবার (১৯ জুলাই) বিকেলে হবিগঞ্জ জেলা কারাগারে এ ঘটনা ঘটে। আটক ফজলু মিয়া জেলা শহরের মোহনপুর এলাকার মকবুল হোসেনের ছেলে।

জেল সুপার মো. মুজিবুর রহমান জানান, বিকেলে মো. ফজলু মিয়া কারাগারে আটক এক বন্দির জন্য জামা-কাপড় নিয়ে আসেন। এসময় কারারক্ষীরা তল্লাশির চালিয়ে প্যান্টের পকেটের সেলাই করা অংশে লুকানো অবস্থায় ১০ গ্রাম গাঁজা পান। তাৎক্ষণিক জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ উল্লাহ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ফজলু মিয়াকে ১০ দিনের বিনাশ্রম কারাদণ্ড দিয়ে কারাগারে পাঠান।

ঢাকা/মামুন/এস

সর্বশেষ

পাঠকপ্রিয়