ঢাকা     শুক্রবার   ০৫ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ২০ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

নরসিংদীতে ‘জয় বাংলা’ স্লোগান দেওয়ায় তদন্ত কমিটি

নরসিংদী প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৮:৩৮, ২০ জুলাই ২০২৫   আপডেট: ১৯:০২, ২০ জুলাই ২০২৫
নরসিংদীতে ‘জয় বাংলা’ স্লোগান দেওয়ায় তদন্ত কমিটি

নরসিংদীর আব্দুল কাদির মোল্লা সিটি কলেজে ‘জয় বাংলা’, ‘জয় বঙ্গবন্ধু’ স্লোগান দেওয়ার অভিযোগ উঠেছে ১০ শিক্ষার্থীর বিরুদ্ধে। এ ঘটনায় তদন্ত কমিটি গঠন করেছে কলেজ কর্তৃপক্ষ। 

রবিবার (২০ জুলাই) দুপুরে ঐতিহাসিক জুলাই গণঅভ্যুত্থান উপলক্ষে কলেজ মাঠে আয়োজিত বৃক্ষরোপণ কর্মসূচি চলাকালে ঘটনাটি ঘটে। 

আরো পড়ুন:

নরসিংদী জেলা কৃষক দলের ব্যানারে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিএনপির যুগ্ম-মহাসচিব ও জেলা বিএনপির সভাপতি খায়রুল কবির খোকন।

কর্মসূচি চলাকালীন আব্দুল কাদির মোল্লা সিটি কলেজের মানবিক বিভাগের ৮-১০ জন শিক্ষার্থী ‘জয় বাংলা’, ‘জয় বঙ্গবন্ধু’ স্লোগান দেন। ফলে সেখানে উত্তেজনা দেখা দেয়। এ ঘটনায় তৎক্ষণিক কলেজ কর্তৃপক্ষ ওই শিক্ষার্থীদের ক্লাস থেকে বের করে দেয়। পরে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়।

কলেজটির ব্যবস্থাপনা পরিচালক আব্দুল কাদির মোল্লা বলেন, “শিক্ষা প্রতিষ্ঠানে রাজনৈতিক উস্কানি বা দলীয় স্লোগান বরদাস্ত করা হবে না। কলেজের পরিবেশ অশান্ত করার কোনো সুযোগ নেই।”

কলেজের অধ্যক্ষ হেরেম উল্যাহ আহসান বলেন, “রাজনৈতিক স্লোগান দেওয়ার ঘটনায় তিন সদস্যবিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়েছে। এই ঘটনার পেছনে রাজনৈতিক কোনো ইন্ধন আছে কিনা সেটা আমরা খতিয়ে দেখব।পরবর্তীতে আমরা ব্যবস্থা নেব।”

ঢাকা/হৃদয়/মাসুদ

সর্বশেষ

পাঠকপ্রিয়