গোপালগঞ্জে কারফিউ ও ১৪৪ ধারা প্রত্যাহার
গোপালগঞ্জ প্রতিনিধি || রাইজিংবিডি.কম
৫ দিন পর গোপালগঞ্জ থেকে কারফিউ ও ১৪৪ ধারা প্রত্যাহার করে নিয়েছে জেলা প্রশাসন।
রবিবার (২০ জুলাই) সন্ধ্যায় জেলা ম্যাজিস্ট্রেটের মিডিয়া সেল থেকে দেওয়া এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, আজ রাত ৮টার পর গোপালগঞ্জ জেলায় ১৪৪ ধারা ও কারফিউ বলবত থাকবে না। সার্বিক অবস্থা পর্যালোচনা করা হচ্ছে। পরিস্থিতি পর্যালোচনাপূর্বক পরবর্তী নির্দেশনা দেওয়া হবে।
অপরাধীদের গ্রেপ্তারে আইনশৃঙ্খলা বাহিনীর অভিযান চলমান থাকবে বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়।
গোপালগঞ্জ জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মুহম্মদ কামরুজ্জামান জানান, গোপালগঞ্জের পরিস্থিতি স্বাভাবিক হওয়ায় ১৪৪ ধারা ও কারফিউ তুলে নেওয়া হয়েছে। পরিস্থিতি পর্যালোচনা করে পরবর্তি ব্যবস্থা নেওয়া হবে।
গত ১৬ জুলাই এনসিপির সমাবেশকে কেন্দ্র করে আওয়ামী লীগের নেতাকর্মীদের সাথে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ওই দিন রাত ৮টা থেকে ১৭ জুলাই সন্ধ্যা ৬টা পর্যন্ত কারফিউ জারি করা হয়। এরপর কয়েক দফায় এর সময়সীমা বাড়ানো হয়েছে।
ঢাকা/বাদল//