ঢাকা     মঙ্গলবার   ০৯ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ২৪ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

ঝালকাঠিতে এনজিও কর্মীকে কুপিয়ে পায়ের গোড়ালি বিচ্ছিন্ন

ঝালকাঠি প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:১৩, ২৩ জুলাই ২০২৫  
ঝালকাঠিতে এনজিও কর্মীকে কুপিয়ে পায়ের গোড়ালি বিচ্ছিন্ন

ফাইল ফটো

ঝালকাঠির কাঠালিয়া উপজেলায় এক এনজিও কর্মীকে কুপিয়ে পায়ের গোড়ালি বিচ্ছিন্ন করেছে দুর্বৃত্তরা। মঙ্গলবার (২২ জুলাই) দিবাগত রাত ৩টার দিকে উপজেলার ৫ নম্বর শৌলজালিয়া ইউনিয়নের কচুয়া গ্রামে এই ঘটনা ঘটে।

আহতের নাম আব্দুল খালেক মোল্লা (৪০)। তিনি ওই এলাকার মৃত আব্দুর রহমান মোল্লার ছেলে ও ন্যাশনাল লাইফ ইনস্যুরেন্স কোম্পানিতে কর্মরত ছিলেন।

আরো পড়ুন:

স্থানীয় সূত্রে জানা গেছে, গভীর রাতে দুর্বৃত্তরা সিদ কেটে ঘরের ভেতরে ঢুকে খালেক মোল্লার ওপর হামলা চালায়। এ সময় দুর্বৃত্তদের ধারালো অস্ত্রের কোপে তার পায়ের গোড়ালি বিচ্ছিন্ন হয়ে যায়। তিনি ডাক-চিৎকার করলে আশপাশের লোকজন ছুটে এলে হামলাকারীরা পালিয়ে যায়।

স্থানীয়রা আহতাবস্থায় তাকে উদ্ধার করে নিকটস্থ হাসপাতালে নিয়ে যায়। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে তাকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। পরে সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়।

কাঠালিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মং চেনলা বলেন, “বিষয়টি লোকমুখে শুনেছি। তবে, এ ঘটনায় থানায় কেউ লিখিত অভিযোগ করেনি। অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।”

ঢাকা/অলোক/রাজীব

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়