ঢাকা     সোমবার   ১৫ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ৩০ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

বুড়িচংয়ে মা-মেয়ের মরদেহ উদ্ধার

কুমিল্লা প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১১:৫৭, ২৯ জুলাই ২০২৫   আপডেট: ১২:০০, ২৯ জুলাই ২০২৫
বুড়িচংয়ে মা-মেয়ের মরদেহ উদ্ধার

ফাইল ফটো

কুমিল্লার বুড়িচং উপজেলার রামপুর গ্রামের ভাড়া বাসা থেকে মা জাহেদা আক্তার (৩৫) ও মেয়ে মিশু আক্তার (১৪) নামে দুজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। 

মঙ্গলবার (২৯ জুলাই) সকালে পুলিশ তাদের মরদেহ উদ্ধার করে। এর আগে সোমবার রাতে তারা বিষপানে আত্মহত্যা করেছেন বলে প্রাথমিক ধারণা করা হচ্ছে।

বুড়িচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আজিজুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

তিনি বলেন, “আর্থিক সংকট ও পারিবারিক কলহের কারণে সোমবার রাতে মা ও মেয়ে বিষপান করেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। ঘটনার পর থেকে স্বামী মীর হোসেন পলাতক রয়েছে। মরদেহ উদ্ধার করে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্টের ভিত্তিতে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।”

তিনি আরো বলেন, “প্রাথমিকভাবে আত্মহত্যা বলেই মনে হচ্ছে। তবে এ ঘটনায় অন্য কোনো রহস্য রয়েছে কি না, তাও খতিয়ে দেখা হচ্ছে।”

জাহেদার স্বামী মীর হোসেন পেশায় একজন রাজমিস্ত্রী। তিনি ফেনীর ছাগলনাইয়া উপজেলার জয়নগর গ্রামের বাসিন্দা। কয়েক মাস আগে নানা উৎস থেকে ঋণ করে তা শোধ করতে না পেরে পরিবার নিয়ে এলাকা ছাড়েন। তিনি কুমিল্লার বুড়িচংয়ে আবুল খায়েরের বাড়িতে ভাড়া থাকতেন।

স্থানীয়রা বলছেন, গত কয়েক সপ্তাহ ধরে জাহেদা মানসিকভাবে বিপর্যস্ত ছিলেন। মেয়েটি স্থানীয় এক স্কুলে সপ্তম শ্রেণিতে পড়ত। স্বামী-স্ত্রীর মধ্যে প্রায়ই ঝগড়া লেগে থাকত।

ঢাকা/রুবেল/এস

সর্বশেষ

পাঠকপ্রিয়