ঢাকা     রোববার   ২১ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৭ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

ঝালমুড়ি বিক্রেতার বাড়ির বিদ্যুৎ বিল ১১ লাখ টাকা

কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:৪৭, ২৯ জুলাই ২০২৫  
ঝালমুড়ি বিক্রেতার বাড়ির বিদ্যুৎ বিল ১১ লাখ টাকা

প্রতীকী ছবি

গাজীপুরের শ্রীপুরে দুটি বাল্ব, দুটি ফ্যান আর একটি ফ্রিজ চালিয়ে ঝালমুড়ি বিক্রেতা মো. আবদুল মান্নানের বাড়িতে এক মাসে বিল এসেছে প্রায় ১১ লাখ টাকা। বিদ্যুতের এমন ‘ভুতুড়ে বিল’ দেখে দিশেহারা হয়ে পড়েছেন তিনি।

আবদুল মান্নানের বাড়ি উপজেলার গাড়ারণ গ্রামে। তার স্ত্রীর নামে বাড়িতে পল্লী বিদ্যুতের সংযোগ নেওয়া।

আরো পড়ুন:

এলাকাবাসী জানান, আজ জুলাই মাসের বিদ্যুৎ বিল হাতে পেয়ে হতভম্ব হয়ে পড়েন আবদুল মান্নান ও তার পরিবার। বিলের পরিমাণ ছিল ১০ লাখ ৯২ হাজার ৮৬৪ টাকা। আগের তিন মাস অথাৎ এপ্রিল, মে ও জুন মাসে তাদের বিল এসেছিল যথাক্রমে ১৪০, ১১৫ ও ১২৬ টাকা।

আবদুল মান্নান বলেন, “আমরা গরিব মানুষ। এমন বিল পেয়ে মাথা ঘুরে গেছে।” 

তিনি বলেন, “সারা জীবনেও এত বিদ্যুৎ ব্যবহার করা সম্ভব না। এখন আবার অফিসে অফিসে ঘুরতে হবে। এটা হয়রানি।”

ময়মনসিংহ পল্লী বিদ্যুৎ সমিতি-২-এর শ্রীপুর জোনাল অফিসের ডেপুটি জেনারেল ম্যানেজার আনোয়ারুল আলম বলেন, “একজন ঝালমুড়ি বিক্রেতার বাড়িতে এমন বিল আসা নিঃসন্দেহে ভুল। বিষয়টি আমরা গুরুত্ব দিয়ে দেখছি। বিলটি দ্রুত সংশোধন করে দেওয়া হবে। যিনি বিল তৈরি করেছেন, তার বিরুদ্ধেও প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”

ঢাকা/রফিক/মাসুদ

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়