ঢাকা     সোমবার   ১৫ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ৩০ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

যৌতুকের জন্য স্ত্রীকে হত্যা, স্বামীর মৃত্যুদণ্ড

সিরাজগঞ্জ প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৭:৫৯, ৩০ জুলাই ২০২৫   আপডেট: ১৮:০১, ৩০ জুলাই ২০২৫
যৌতুকের জন্য স্ত্রীকে হত্যা, স্বামীর মৃত্যুদণ্ড

মৃত্যুদণ্ডপ্রাপ্ত মতিউর রহমান মতিন (গেঞ্জি পরিহিত)

যৌতুকের দাবিতে স্ত্রী সাবিনা ইয়াসমিনকে গলায় ওড়না পেছিয়ে শ্বাসরোধ করে হত্যা করার দায়ে স্বামী মতিউর রহমান মতিনকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একইসঙ্গে তাকে ১ লাখ টাকা জরিমানা করা হয়েছে।

বুধবার (৩০ জুলাই) দুপুরে সিরাজগঞ্জ নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুন্যাল-২ এর বিচারক বেগম সালমা খাতুন এই রায় ঘোষণা করেন। দণ্ডপ্রাপ্ত মতিউর রহমান মতিন জেলার তাড়াশ উপজেলার ভায়াট গ্রামের বাহের আলীর ছেলে।

আরো পড়ুন:

নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুন্যাল-২ এর পাবলিক প্রসিকিউটর মাসুদুর রহমান রায়ের বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, আইনে দোষী সাব্যস্ত করে আব্দুল মতিনকে ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ড কার্যকরের আদেশ দিয়েছেন আদালত।  

মামলার নথি ও আদালত সূত্রে জানা যায়, ২০১০ সালে বিয়ের পর থেকে যৌতুকের দাবিতে স্ত্রী সাবিনা ইয়াসমিনকে নির্যাতন করে আসছিলেন মতিন। ২০১১ সালের ২৯ সেপ্টেম্বর রাতে স্ত্রীকে শ্বাসরোধে হত্যার পর মরদেহ ধানক্ষেতে ফেলে রাখেন তিনি। পরবর্তীতে পুলিশ লাশ উদ্ধার করে এবং নিহতের বড় ভাই আব্দুল রাজ্জাক তাড়াশ থানায় হত্যা মামলা দায়ের করেন। 

ঢাকা/রাসেল/বকুল

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়