ঢাকা     শুক্রবার   ০৫ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ২০ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

রাজবাড়ীতে বজ্রপাতে দুজনের মৃত্যু

রাজবাড়ী সংবাদদাতা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২১:১৫, ২ আগস্ট ২০২৫  
রাজবাড়ীতে বজ্রপাতে দুজনের মৃত্যু

রাজবাড়ী পাংশায় বজ্রপাতে দুইজনের মৃত্যু হয়েছে। শনিবার (২ আগস্ট) বিকেলে উপজেলার হাবাসপু‌রের কাচারীপাড়ার বিলে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন- ওই গ্রামের নাজিম উদ্দিনের স্ত্রী আনোয়ারা বেগম (৪০) ও মৃত আরিফ মোল্লার ছেলে তা‌মিম (১৪)।

আরো পড়ুন:

স্থানীয়রা জানান, আনোয়ারা বেগম ও তামিম পাট ধোয়ার কাজে ব্যস্ত ছিলেন। হঠাৎ বজ্রসহ বৃষ্টিপাত শুরু হলে তারা বিলের মধ্যে অবস্থান নেন। এ সময় বজ্রপাত হলে দুজনেই মাটিতে লুটিয়ে পড়েন। স্থানীয়রা তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

পাংশা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. ইবাদত হো‌সেন বলেন, ‘‘মৃত অবস্থায় তা‌দের‌কে হাসপাতালে আনা হ‌য়ে‌ছিল।’’

ঢাকা/রবিউল/রাজীব

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়