ঢাকা     বৃহস্পতিবার   ১৮ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৪ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

ধর্ষণের অভিযোগে বাবা গ্রেপ্তার

ব্রাহ্মণবাড়িয়া সংবাদদাতা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৭:৫৮, ৫ আগস্ট ২০২৫  
ধর্ষণের অভিযোগে বাবা গ্রেপ্তার

প্রতীকী ছবি

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে নিজের কিশোরী মেয়েকে ধর্ষণের অভিযোগ গ্রেপ্তার বাবাকে আদালতে পাঠিয়েছে পুলিশ।

মঙ্গলবার (৫ আগস্ট) দুপুরে তাকে আদালতে নেওয়া হয়। গতকাল সোমবার (৩ আগস্ট) রাতে অভিযুক্তকে গ্রেপ্তার করে পুলিশ।

আরো পড়ুন:

বিজয়নগর থানার ওসি শহিদুল ইসলাম জানান, ভুক্তভোগী শিশুটি অভিযুক্তের দ্বিতীয় স্ত্রীর সন্তান। রাতে শিশুটির মা লিখিত অভিযোগ করেন। এরই প্রেক্ষিতে অভিযুক্তকে গ্রেপ্তার হয়েছে। বিষয়টি খুবই স্পর্শকাতর। তাই বিস্তারিত এখনই বলা যাবে না। শিশুটিকে ডাক্তারি পরীক্ষার জন্যে জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে। 

ওসি আরও জানান, শিশুটি জানিয়েছে গত একমাস ধরে তাকে ধর্ষণ করা হচ্ছিল। শিশুটি তার মাকে বিষয়টি জানায়। পুরে ভুক্তভোগীর মা অভিযোগ করেন। পুলিশ অভিযুক্তকে গ্রেপ্তার করে। 

ঢাকা/মনিরুজ্জামান/মাসুদ

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়