ফেনী জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান গ্রেপ্তার
ফেনী প্রতিনিধি || রাইজিংবিডি.কম
খায়রুল বাশার মজুমদার তপন
ফেনী জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান খায়রুল বাশার মজুমদার তপনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শুক্রবার (৯ আগস্ট) রাতে রাজধানীর শান্তিনগরের নিজ বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। শনিবার (৯ আগস্ট) ফেনী মডেল থানার ওসি মোহাম্মদ সামসুজ্জামান এ তথ্য জানান।
ওসি সামসুজ্জামান বলেন, “গত বছরের ৪ আগস্ট ফেনীর মহিপালে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হত্যাকাণ্ডের ঘটনায় ফেনী মডেল থানায় তপনের বিরুদ্ধে মামলা হয়। পাশাপাশি তিনি ছাগলনাইয়া থানায় খালেদা জিয়ার গাড়ি বহরে হামলার ঘটনায় করা মামলার এজাহারনামীয় আসামি। শুক্রবার রাতে ঢাকা থেকে গোয়েন্দা পুলিশের সদস্যরা তাকে গ্রেপ্তার করেছে।”
ঢাকা/সাহাব/মাসুদ