ঢাকা     শুক্রবার   ০৫ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ২০ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের রেল ব্লকেড, আটকা পড়েছে ৬ ট্রেন

সিরাজগঞ্জ প্রতিনিধি  || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৪:১৩, ১৩ আগস্ট ২০২৫   আপডেট: ১৪:১৬, ১৩ আগস্ট ২০২৫
রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের রেল ব্লকেড, আটকা পড়েছে ৬ ট্রেন

রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাসের দাবিতে রেল ব্লকেড কর্মসূচি পালন করছেন শিক্ষার্থীরা

স্থায়ী ক্যাম্পাসের দাবিতে রেলপথ ব্লকেড করে বিক্ষোভ করছেন সিরাজগঞ্জের শাহজাদপুরের রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। এতে উত্তরাঞ্চলের ১৬ জেলার সঙ্গে ঢাকার রেল যোগাযোগ বন্ধ হয়ে গেছে। 

ব্লকেডের কারণে উভয় পাশে ছয়টি ট্রেন আটকা পড়েছে। এর মধ্যে পাঁচটি যাত্রীবাহী ও একটি মালবাহী ট্রেন। ফলে, ঢাকার সঙ্গে রাজশাহী, খুলনা ও রংপুর বিভাগের রেল যোগাযোগে শিডিউল বিপর্যয়ের আশঙ্কা দেখা দিয়েছে। ব্যাপক দুর্ভোগে পড়েছেন যাত্রীরা।

আরো পড়ুন:

বুধবার (১৩ আগস্ট) দুপুর ১টা ৩০ মিনিটে উল্লাপাড়া রেলওয়ে স্টেশনের সহকারী স্টেশন মাস্টার মাসুম আলী খান রাইজিংবিডি ডটকমকে জানিয়েছেন, শিক্ষার্থীদের অবরোধের কারণে ঢাকা ও উত্তরবঙ্গগামী ছয়টি ট্রেন আটকা পড়েছে। সেগুলো হলো—শরৎনগর স্টেশনে চিলাহাটিগামী চিলাহাটি এক্সপ্রেস, লাহিড়ী মোহনপুরে ঢাকাগামী সিল্কসিটি এক্সপ্রেস, টাঙ্গাইলে দিনাজপুরগামী একতা এক্সপ্রেস, জামতৈলে রাজশাহীগামী ধূমকেতু এক্সপ্রেস, ইব্রাহিমাবাদে রংপুরগামী রংপুর এক্সপ্রেস এবং চাটমোহরে ঢাকাগামী তেলবাহী ট্রেন।

ব্লকেডের সময় বাড়লে ট্রেনে শিডিউল বিপর্যয়ের আশঙ্কা আছে। তবে, এ মুহূর্তে অবরোধ তুলে নিলে ট্রেন চলাচলে লেট হলেও শিডিউল বিপর্যয়ের আশঙ্কা থাকবে না।

রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের শিক্ষার্থী বায়েজিদ বোস্তামী ও হাবিবুর রহমান, সমাজবিজ্ঞান বিভাগের তাইবুর রহমান, বাংলা বিভাগের মেরাজ আহম্মেদসহ আন্দোলরত শিক্ষার্থী জানিয়েছেন, রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাসের ডিপিপি দ্রুত অনুমোদনের দাবিতে ১০ আগস্ট হাটিকুরুমল গোলচত্বর এলাকায় মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ কর্মসূচি পালন করা হয়। সেদিন ৪৮ ঘণ্টা সময় দিয়ে কর্মসূচি স্থগিত করা হয়েছিল। তারপরও সরকারের কোনো পক্ষ থেকে ইতিবাচক সাড়া পাইনি। আজ ৪৮ ঘণ্টা শেষ। কর্মসূচি অনুযায়ী উল্লাপাড়া স্টেশন এলাকায় রেলপথ ব্লকেড করা হয়েছে।

শিক্ষার্থীরা বলেন, আট বছরেও একটা পাবলিক বিশ্ববিদ্যালয়ে ক্যাম্পাস নির্মিত হয়নি, এটা দুর্ভাগ্যজনক। শিক্ষার্থী-শিক্ষক ও কর্মচারী-কর্মকর্তাদের চরম ভোগান্তির মধ্যে দিয়ে শিক্ষা কার্যক্রম চালাতে হচ্ছে। এভাবে আর চলতে পারে না। আমরা ক্যাম্পাস চাই। ক্যাম্পাস বাস্তবায়ন ছাড়া আমরা ঘরে ফিরব না।

সিরাজগঞ্জ রেলওয়ে পুলিশের উপ-পরিদর্শক তপন ঘোষ জানিয়েছেন, শিক্ষার্থীদের আন্দোলনের কারণে বিভিন্ন স্টেশনে ট্রেন অবস্থান করছে। শিক্ষার্থীদের সঙ্গে আলোচনা চলছে। পরিস্থিতি মোকাবিলায় ঘটনাস্থলে পুলিশ, র‌্যাব ও উপজেলা নির্বাহী কর্মকর্তা আছেন। বিষয়টি ঊর্ধ্বতন কর্মকর্তাদের জানানো হয়েছে। অবরোধের কারণে ট্রেনে শিডিউলে বিপর্যয় ঘটতে পারে। আপাতত ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের সাথে রেল যোগাযোগ বন্ধ আছে।

প্রতিষ্ঠার ৯ বছরেও রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের ডিপিপি অনুমোদন না হওয়ায় আন্দোলন করছেন শিক্ষার্থীরা। তাদের আন্দোলনের সঙ্গে শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীরাও একাত্মতা প্রকাশ করেছেন। 

গত ১৯ জানুয়ারি থেকে ৩০ জানুয়ারি পর্যন্ত একটানা কর্মসূচিতে মহাসড়ক অচল করে দেন শিক্ষার্থীরা। তখন সরকারের পক্ষ থেকে আশ্বস্ত করায় আন্দোলন স্থগিত করা হয়। এরপর ছয় মাসেও ডিপিপি অনুমোদন না হওয়ায় ২৬ জুলাই রবীন্দ্র বিশ্ববিদ্যালয় দিবসের কর্মসূচি বয়কটের মধ্য দিয়ে আবার আন্দোলন শুরু হয়।

ঢাকা/অদিত্য/রফিক

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়