ক্লাস ফাঁকি দিয়ে দেয়াল টপকাতেই হাতে ঢুকল রড
কুমিল্লা প্রতিনিধি || রাইজিংবিডি.কম
ক্লাস ফাঁকি দিয়ে দেয়াল টপকে পালানোর সময় এক শিক্ষার্থীর হাতে রড ঢুকে পড়েছে। বুধবার (১৩ আগস্ট) সকাল সাড়ে ১০টার দিকে কুমিল্লা হাই স্কুলে এ ঘটনা ঘটে।
গুরুতর আহত নবম শ্রেণির শিক্ষার্থীর নাম আরমান (১৪)। এ ঘটনায় এলাকাজুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল সাড়ে ১০টার দিকে স্কুলে গণিত ক্লাস চলছিল। সেই সময় ক্লাস ফাঁকি দিয়ে পালানোর চেষ্টা করে আরমান। স্কুলের প্রধান গেট বন্ধ থাকায় পাশের নির্মাণাধীন গেটের পাশের দেয়াল টপকে পালানোর চেষ্টা করে সে। এ সময় সেখানে একটি রড তার বাঁ হাতের তালুতে ঢুকে পড়ে। পরে আরমান ডাক-চিৎকার করলে সহপাঠী ও স্কুলের শিক্ষক-কর্মচারীরা এগিয়ে আসে।
কুমিল্লা হাই স্কুলের দারোয়ান আব্দুল মতি বলেন, “ছেলেটির হাত থেকে রডটি বের করা যাচ্ছিল না, তাই বাজার থেকে কাটার মেশিন এনে রড কেটে ফেলা হয়। আহত আরমানকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।’’
এ বিষয়ে স্কুলের প্রধান শিক্ষক হুমায়ুন কবির বলেন, “ঘটনাটি দুঃখজনক। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে যাই এবং আরমানকে উদ্ধার করে চিকিৎসার জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠাই।”
ঢাকা/রুবেল/রাজীব