ঢাকা     শুক্রবার   ০৫ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ২০ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

প্রবাসীর পরিত্যক্ত ঘরে মিলল ৩০ হাতবোমা

শরীয়তপুর প্রতিনিধি  || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২০:০৮, ১৪ আগস্ট ২০২৫   আপডেট: ২০:৪২, ১৪ আগস্ট ২০২৫
প্রবাসীর পরিত্যক্ত ঘরে মিলল ৩০ হাতবোমা

শরীয়তপুরের নড়িয়ায় এক প্রবাসীর বাড়ির পরিত্যক্ত ঘর থেকে অন্তত ৩০টি হাতবোমা জব্দ করেছে পুলিশ। 

বৃহস্পতিবার (১৪ আগস্ট) দুপুরে নড়িয়া উপজেলার মোক্তারের চর ইউনিয়নের পোড়াগাছা এলাকায় এসব হাতবোমা জব্দ করা হয়।

আরো পড়ুন:

স্থানীয় বাসিন্দা ও পুলিশ জানিয়েছে, পোড়াগাছা এলাকার মিলন মাদবর দীর্ঘদিন ধরে ওমানে থাকেন। তার বাড়িতে কেউ না থাকায় ঘর ফাঁকা ছিল। ওই ঘরে হাতবোমা রাখা আছে, এমন গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার দুপুরে অভিযান চালায় পুলিশ। এ সময় পাঁচটি বালতিতে রাখা অন্তত ৩০টি হাত বোমা জব্দ করা হয়। পরে বোমা নিষ্ক্রিয়কারী দলকে খবর দেওয়া হয়। এ বিষয়ে তদন্ত করা হবে বলে জানিয়েছে পুলিশ। 

শরীয়তপুরের অতিরিক্ত পুলিশ সুপার (নড়িয়া সার্কেল) ড. আশিক মাহমুদ বলেছেন, আগামী ১৫ আগস্টকে কেন্দ্র করে কেউ নাশকতা চালাতে পারে, সে আশঙ্কায় পুলিশ সতর্ক অবস্থানে আছে। গোপন সংবাদের ভিত্তিতে হাতবোমাগুলো জব্দ করা হয়েছে। কে বা কারা বোমাগুলো সেখানে রেখেছে, সে বিষয়ে তদন্ত করা হচ্ছে।

ঢাকা/আকাশ/রফিক

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়