আত্মীয়র জানাজায় যাওয়ার পথে নৌকা ডুবে শিশুর মৃত্যু
সুনামগঞ্চ প্রতিনিধি || রাইজিংবিডি.কম
ফাইল ফটো
সুনামগঞ্জে আত্মীয়র জানাজায় যাওয়ার পথে নৌকা ডুবিতে সাড়ে ৩ বছর বয়সী আয়ান মিয়া নামের এক শিশুর মৃত্যু হয়েছে। সোমবার (১৮ আগস্ট) রাতে মধ্যনগর উপজেলার শালদীঘা হাওরে মারা যায় সে।
মারা যাওয়া আয়ান জেলার জামালগঞ্জ উপজেলার আছানপুর গ্রামের সামায়ূন কবিরের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল এক আত্মীয়ের মৃত্যুর খবর সামায়ূন কবির। আছানপুর থেকে পরিবারের সদস্যদের নিয়ে ওই আত্মীয়ের জানাজায় অংশ নিতে রাত ৯টার দিকে নৌকায় করে নেত্রকোণার বারহাট্টায় যাচ্ছিলে তিনি। জেলার মধ্যনগর উপজেলায় শালদীঘা হাওরের পিঁপড়াকান্দা ব্রিজের নিচ দিয়ে যাওয়ার সময় প্রবল স্রোতে তাদের বহনকারী নৌকাটি ডুবে যায়।
এসময় নৌকার অন্য যাত্রীরা সাঁতরে তীরে উঠতে পারলেও নিখোঁজ হয় শিশু আয়ান। পরিবারের লোকজন ও স্থানীয়রা খোঁজাখুঁজি করে আয়ানকে অচেতন অবস্থায় উদ্ধার করে ধর্মপাশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানকার চিকিৎসক আয়ানকে মৃত ঘোষণা করেন।
মধ্যনগর থানার ওসি মনিবুর রহমান বলেন, “ময়নাতদন্ত ছাড়াই শিশুটির মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এই ঘটনায় অন্য কোনো আহত বা নিখোঁজ নেই।”
ঢাকা/মনোয়ার/মাসুদ