ঢাকা     বুধবার   ১২ নভেম্বর ২০২৫ ||  কার্তিক ২৮ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

বাগেরহাটে ৪টি সংসদীয় আসন বহাল রাখার দাবিতে সড়ক অবরোধ

বাগেরহাট প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১০:৫৫, ২১ আগস্ট ২০২৫   আপডেট: ১০:৫৬, ২১ আগস্ট ২০২৫
বাগেরহাটে ৪টি সংসদীয় আসন বহাল রাখার দাবিতে সড়ক অবরোধ

বাগেরহাটে চারটি সংসদীয় আসন বহাল রাখার দাবিতে খুলনা-মাওয়া মহাসড়কের নওয়াপাড়া এবং খুলনা-মোংলা সড়কের কাটাখালি মোড় অবরোধ করেছে সর্বদলীয় সম্মিলিত কমিটি।

বৃহস্পতিবার (২১ আগস্ট) সকাল ৯টার দিকে তারা সড়ক অবরোধ করেন। সংগঠনটির নেতারা জানান, দুপুর ১টা পর্যন্ত তাদের এই কর্মসূচি চলবে। 

আরো পড়ুন:

সকাল থেকেই জেলার বিভিন্ন উপজেলা থেকে সর্বদলীয় সম্মিলিত কমিটির নেতাকর্মীরা মিছিল নিয়ে নওয়াপাড়া এবং কাটাখালি মোড়ে জড়ো হতে শুরু করেন। তারা বাগেরহাটের চারটি সংসদীয় আসন বহাল রাখার দাবিতে স্লোগান দিচ্ছেন। অবরোধের কারণে খুলনা-মাওয়া মহাসড়কে যান চলাচল বন্ধ রয়েছে। 

সর্বদলীয় সম্মিলিত কমিটির আহ্বায়ক এটিএম আকরাম হোসেন তালিম বলেন, “বাগেরহাটে দীর্ঘদিন ধরে চারটি সংসদীয় আসন রয়েছে। হঠাৎ করে একটি আসন কমানোর প্রস্তাব অন্যায় ও ষড়যন্ত্রমূলক। আমরা এই প্রস্তাব কোনোভাবেই মেনে নেব না।”

সম্প্রতি বাগেরহাটের চারটি আসনের মধ্যে একটি কমিয়ে জেলায় তিনটি সংসদীয় আসন করার প্রাথমিক প্রস্তাব দেয় নির্বাচন কমিশন। এরপর থেকেই বাগেরহাটবাসী ক্ষোভে ফেটে পড়েন। সর্বদলীয় সম্মিলিত কমিটির নেতৃত্বে একের পর এক কর্মসূচি দিতে থাকেন তারা। 

ঢাকা/শহিদুল/মাসুদ

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়