ঢাকা     সোমবার   ০৮ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ২৩ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

বাগেরহাটে জেলা জুড়ে হরতাল

বাগেরহাট প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১০:৫৮, ২৪ আগস্ট ২০২৫   আপডেট: ১১:০২, ২৪ আগস্ট ২০২৫
বাগেরহাটে জেলা জুড়ে হরতাল

বাগেরহাটে হরতাল পালন করছে সর্বদলীয় সম্মিলিত কমিটি।

বাগেরহাটে চারটি সংসদীয় আসন বহাল রাখার দাবিতে জেলা জুড়ে হরতাল ও সড়কপথ অবরোধ কর্মসূচি পালন করছে সর্বদলীয় সম্মিলিত কমিটি। 

রবিবার (২৪ আগস্ট) সকাল ৮টা থেকে এ কর্মসূচি শুরু হয়।

খুলনা-বাগেরহাট মহাসড়কের কেন্দ্রীয় বাসস্ট্যান্ড, জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে, খুলনা-মাওয়া মহাসড়কের নওয়াপাড়া ও কাটাখালি, মোল্লাহাট সেতু, বাগেরহাট-পিরোজপুর মহাসড়কের সাইনবোর্ড বাজার, খুলনা-মোংলা মহাসড়কের ফয়লা ও মোংলা বাসস্ট্যান্ডসহ জেলার অন্তত ১০টি গুরুত্বপূর্ণ স্থানে সড়কের ওপর গাছ, বেঞ্চ ও গাড়ি রেখে অবরোধ করেন কমিটির নেতাকর্মীরা। এতে পুরো জেলায় সড়ক যোগাযোগ কার্যত বন্ধ হয়ে যায়। পাশাপাশি দোকানপাট ও ব্যবসা প্রতিষ্ঠানও স্বতঃস্ফূর্তভাবে বন্ধ রয়েছে। মোংলা বন্দরের অধিকাংশ ব্যবসা প্রতিষ্ঠানও বন্ধ রয়েছে বলে জানা গেছে।

বাগেরহাট সর্বদলীয় সম্মিলিত কমিটির সদস্য সচিব ও জেলা জামায়াতের সেক্রেটারি শেখ মোহাম্মদ ইউনুস বলেন, “বাগেরহাটে চারটি আসন বহাল রাখার দাবিতে আমরা দীর্ঘদিন ধরে আন্দোলন করে আসছি। কখনো সংবাদ সম্মেলন, কখনো নির্বাচন অফিসে অবস্থান কর্মসূচি, আবার কখনো স্মারকলিপি দিয়েছি। কিন্তু নির্বাচন কমিশন তাদের সিদ্ধান্ত থেকে সরে আসেনি।”

তিনি আরো বলেন, “আজকে অবরোধ-হরতাল কর্মসূচি দেওয়া হয়েছে। জেলার মানুষ আমাদের দাবির পক্ষে স্বতঃস্ফূর্তভাবে আন্দোলনে অংশ নিয়েছেন। যান চলাচল বন্ধ, দোকানপাট খোলা নেই। আশা করছি নির্বাচন কমিশন দাবি মেনে নেবে, না হলে আরও কঠোর কর্মসূচি দেওয়া হবে।”

উল্লেখ্য, নির্বাচন কমিশনের বিশেষ কারিগরি কমিটি বাগেরহাট জেলার চারটি সংসদীয় আসন কমিয়ে তিনটি করার প্রস্তাব দেয়। এরপর থেকেই জেলায় সব রাজনৈতিক দল এক হয়ে আন্দোলন শুরু করে। আগামী ২৫ আগস্ট নির্বাচন কমিশনের দপ্তরে এ বিষয়ে শুনানি অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

ঢাকা/শহিদুল/এস

সর্বশেষ

পাঠকপ্রিয়