ঢাকা     সোমবার   ১০ নভেম্বর ২০২৫ ||  কার্তিক ২৬ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

বাগেরহাটে হরতালে চরম ভোগান্তি

বাগেরহাট প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:১১, ২৪ আগস্ট ২০২৫   আপডেট: ১৩:১৫, ২৪ আগস্ট ২০২৫
বাগেরহাটে হরতালে চরম ভোগান্তি

বাগেরহাটে দিনব্যাপী ডাকা হরতালে ভোগান্তিতে পড়েছেন সকল শ্রেণির মানুষ

বাগেরহাটে চারটি সংসদীয় আসন বহাল রাখার দাবিতে সর্বদলীয় সম্মিলিত কমিটির ডাকা সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত হরতালে চরম ভোগান্তিতে পড়েছেন সাধারণ মানুষ। সকল যানবাহন চলাচল বন্ধ থাকায় অনেকে দীর্ঘ পথ হেঁটে গন্তব্যে চলেছেন। 

রবিবার (২৪ আগস্ট) সকালে খুলনা থেকে মোড়েলগঞ্জের কালিকাবাড়ি যাওয়ার উদ্দেশ্যে রওনা হওয়া মোহাম্মদ মোল্লা জানান, তিনি অসুস্থ অবস্থায় ভোরে খুলনা থেকে বের হয়েছেন। হরতালের কারণে তাকে কাটাখালি নামিয়ে দেওয়া হয়। সেখান থেকে অন্য গাড়িতে দশানী পর্যন্ত যাওয়ার পর আবারো গাড়ি থেকে নামিয়ে দেওয়া হয়। মোড়েলগঞ্জের কালিকাবাড়ি কীভাবে যাবেন বুঝতে পারছেন না। ‘আন্দোলন সাধারণ মানুষের ভোগান্তি আরও বাড়িয়ে দিয়েছে’ বলে মন্তব্য করেন তিনি।

একই পরিস্থিতির শিকার হয়েছেন শিক্ষার্থীরাও। স্নাতক প্রথম বর্ষের শিক্ষার্থী ফারহানা আক্তার বলেন, “খুলনা সিটি কলেজে আমার পরীক্ষা। সকালে বাসা থেকে বের হয়ে ধাপে ধাপে বাধা অতিক্রম করে বাগেরহাট নতুন কোর্ট পর্যন্ত আসছি। এখন সাড়ে দশটা বাজে, অথচ এখনো বাগেরহাট ছাড়তে পারিনি।”

মো. মিজান নামের এক ব্যক্তি বলেন, “মাকে নিয়ে খুলনার ২৫০ শয্যা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য মোরেলগঞ্জ থেকে সকাল ৯টায় রওনা হয়েছি। ১১টা ৫০ এর সময় এসে কাটাখালি মোড়ে পৌঁছালাম। এখান থেকে আর কোনো গাড়ি চলছে না। রাস্তার উপর গাছ ফেলে আটকে রাখা হয়েছে। মাকে ভ্যানে করে নিয়ে যাচ্ছি। যারা রাস্তা আটকে রেখেছে তাদেরকে রাস্তা খুলে দেওয়ার অনুরোধ করেছি, শোনেনি।”

তাদের মতো বহু মানুষ পড়েছেন একই দুর্ভোগে। আঞ্চলিক সড়কে অটোরিকশা ও ভ্যান সামান্য চললেও বাস টার্মিনাল থেকে কোনো দূরপাল্লার বাস ছেড়ে যায়নি। এতে কর্মজীবী মানুষ, শিক্ষার্থী ও যাত্রীদের দুর্ভোগ চরমে উঠেছে।

বাগেরহাট সর্বদলীয় সম্মিলিত কমিটির সদস্য সচিব ও জেলা জামায়াতের সেক্রেটারি শেখ মোহাম্মাদ ইউনুস বলেন, “বাগেরহাটে চারটি আসন বহাল রাখার দাবিতে আমরা গেল ৩০ জুলাই তিনটি আসনের প্রস্তাব দেওয়ার পর থেকে বাগেরহাটে আন্দোলন করে আসছি। কখনো সংবাদ সম্মেলন, কখনো রাজপথ অবরোধ আবার নির্বাচন অফিসে অবস্থান কর্মসূচি ও স্মারকলিপ্ত প্রদান করা হয়েছে। এরপরেও নির্বাচন কমিশন তাদের প্রস্তাব থেকে ফিরে আসেনি। যার কারণে আমরা আজকে সর্বত্র অবরোধ ও হরতালের ডাক দিয়েছি।” 

তিনি আরো বলেন, “জেলার সর্বস্তরের জনগণ আমাদের দাবির স্বপক্ষে অবস্থান নিয়ে হরতাল ও অবরোধ সফল করছেন। কোন দোকানপাট ও ব্যবসা প্রতিষ্ঠান খুলছে না। মোংলা বন্দর এলাকারও বেশিরভাগ ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ রয়েছে। যান চলাচল বন্ধ। আশা করি নির্বাচন কমিশন আমাদের দাবি মেনে নিবে। তা না হলে এর থেকে আরো কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।”

উল্লেখ্য, গেল ৩০ জুলাই নির্বাচন কমিশনের বিশেষ কারিগরি কমিটি বাগেরহাটের চারটি সংসদীয় আসন কমিয়ে তিনটি করার প্রস্তাব দিলে জেলায় সর্বদলীয় ঐক্যবদ্ধ আন্দোলন শুরু হয়। এই প্রস্তাব বাতিল ও চারটি আসন বহাল রাখার দাবিতে হরতাল-অবরোধ কর্মসূচি পালন করছে সর্বদলীয় সম্মিলিত কমিটি। আগামী ২৫ আগস্ট নির্বাচন কমিশনের দপ্তরে এ বিষয়ে শুনানি অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

ঢাকা/শহিদুল/এস

সর্বশেষ

পাঠকপ্রিয়