ঢাকা     শুক্রবার   ১৯ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৪ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

নুরের ওপর হামলার প্রতিবাদে ‘চট্টগ্রাম ব্লকেড’

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৫:০৯, ৩০ আগস্ট ২০২৫   আপডেট: ১৫:১২, ৩০ আগস্ট ২০২৫
নুরের ওপর হামলার প্রতিবাদে ‘চট্টগ্রাম ব্লকেড’

শনিবার সকালে চট্টগ্রাম মহানগরীর ২ নম্বর গেট গোল চত্বরে অবস্থান নিয়ে সড়কে ব্যারিকেড দেন গণঅধিকার পরিষদের নেতাকর্মীরা

গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরের ওপর হামলার প্রতিবাদে এবং জাতীয় পার্টিকে নিষিদ্ধ করার দাবিতে ‘চট্টগ্রাম ব্লকেড’ কর্মসূচি পালন করছেন গণঅধিকার পরিষদের নেতাকর্মীরা। 

শনিবার (৩০ আগস্ট) সকাল ১০টা থেকে নগরীর ২ নম্বর গেট গোল চত্বরে অবস্থান নিয়ে সড়কে ব্যারিকেড দেন তারা। এর ফলে নগরীর সিডিএ অ্যাভিনিউ, ২ নম্বর গেট, মুরাদপুর-জিইসি এলাকায় সব ধরনের যানবাহন চলাচল বন্ধ হয়ে গেছে। এতে অক্সিজেন, বায়েজিদ সড়ক এবং মুরাদপুর থেকে জিইসি পর্যন্ত তীব্র যানজটের সৃষ্টি হয়েছে।

এদিকে, ২ নম্বর গেট গোল চত্বরে প্রতিবাদ কর্মসূচিতে জাতীয় পার্টিকে নিষিদ্ধের দাবি জানিয়েছেন গণঅধিকার পরিষদের নেতাকর্মীরা।

বিক্ষোভস্থলে পুলিশ সতর্ক অবস্থানে আছে বলে জানিয়েছেন চট্টগ্রাম মহানগর পুলিশের (সিএমপি) অতিরিক্ত উপ-কমিশনার (উত্তর) জাহাঙ্গীর আলম। 

ঢাকা/রেজাউল/রফিক

সর্বশেষ

পাঠকপ্রিয়