ঢাকা     শুক্রবার   ১৯ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৪ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

মাইক্রোবাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত

কক্সবাজার প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:৪৭, ৩০ আগস্ট ২০২৫  
মাইক্রোবাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত

মোটরসাইকেলে ধাক্কা দেওয়ার পর মাইক্রোবাসটি সড়কের পাশে ছিটকে পড়ে।

কক্সবাজারের চকরিয়া উপজেলায় চলন্ত মোটরসাইকেলে মাইক্রোবাস ধাক্কা দিয়েছে। মোটরসাইকেল আরোহী নুরুল আজিম (৪২) নিহত হয়েছেন। একজন আহত হয়েছেন।

শনিবার (৩০ আগস্ট) সকাল সাড়ে ৯টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের উপজেলার খুটাখালী ফুলছড়ি গেট এলাকায় এ দুর্ঘটনা ঘটে। মালুমঘাট হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী হাসান দুর্ঘটনার তথ্য জানিয়েছেন।

আরো পড়ুন:

নিহত নুরুল আজিম রামু উপজেলার ঈদগড় ইউনিয়নের বউঘাটা এলাকার বাসিন্দা। আহত মুবিনা আক্তার নিহতের বড় ভাই নুরুল আলমের মেয়ে। মুবিনা আক্তার উপজেলার খুটাখালীর থমতলার মামুনুর রশিদের স্ত্রী।

ওসি মেহেদী হাসান জানান, নুরুল আজিম মোটরসাইকেলে ভাতিজীকে নিয়ে যাচ্ছিলেন। কক্সবাজারগামী মাইক্রোবাস পেছন থেকে ধাক্কা দিলে তারা ছিটকে পড়ে গুরুতর আহত হন। স্থানীয়দের সহযোগিতায় পুলিশ আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক নুরুল আজিমকে মৃত ঘোষণা করেন।

আহত মুবিনা ঈদগাহ মেডিকেল সেন্টারে চিকিৎসাধীন রয়েছেন। দুর্ঘটনার পর মাইক্রোবাসের চালক পালিয়ে গেছেন। তবে গাড়িটি জব্দ করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন পুলিশের এই কর্মকর্তা। 

ঢাকা/তারেকুর/বকুল

সর্বশেষ

পাঠকপ্রিয়