ঢাকা     শুক্রবার   ১৯ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৪ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

হবিগঞ্জে চার গ্রামের বাসিন্দাদের সংঘর্ষে নিহত ১

হবিগঞ্জ প্রতিনিধি  || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৭:৩২, ২ সেপ্টেম্বর ২০২৫   আপডেট: ১৭:৩৩, ২ সেপ্টেম্বর ২০২৫
হবিগঞ্জে চার গ্রামের বাসিন্দাদের সংঘর্ষে নিহত ১

মঙ্গলবার মাইকে ঘোষণা দিয়ে চার গ্রামের লোকজন সংঘর্ষে জড়িয়ে পড়েন

হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলায় চার গ্রামের বাসিন্দাদের সংঘর্ষে সাব্বির হোসেন (২৭) নামের এক যুবক নিহত হয়েছেন। আহত হয়েছেন অর্ধশতাধিক মানুষ।

মঙ্গলবার (২ সেপ্টেম্বর) দুপুরে দীঘলবাক ইউনিয়নের রাঁধাপুর সড়কে এ সংঘর্ষ হয়। নিহত সাব্বির হোসেন রাঁধাপুর গ্রামের আব্দুর রউফের ছেলে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, সোমবার রাতে দুই সিএনজি অটোরিকশার চালকের মধ্যে বাগবিতণ্ডা ও পূর্ব বিরোধের জের ধরে রাঁধাপুর ও দীঘলবাক গ্রামের লোকজনের সঙ্গে কাকুড়া ও করিমপুর গ্রামের লোকজনের মধ্যে উত্তেজনা দেখা দিলে পাল্টাপাল্টি অবস্থান নেয় উভয় পক্ষ। এর জের ধরে মঙ্গলবার মাইকে ঘোষণা দিয়ে চার গ্রামের লোকজন সংঘর্ষে জড়িয়ে পড়েন। এ সময় প্রতিপক্ষের হামলায় সাব্বির হোসেন নিহত হন। ঘণ্টাব্যাপী চলা সংঘর্ষে উভয় পক্ষের অর্ধশতাধিক মানুষ আহত হয়েছেন। আহতদের উদ্ধার করে নবীগঞ্জ ও সিলেটের হাসপাতালে পাঠানো হয়েছে।

সংঘর্ষের খবর পেয়ে বানিয়াচং সেনা ক্যাম্পের একটি দল ও পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

পুলিশ ও সেনা সদস্যরা এখনো ঘটনাস্থলে আছেন বলে জানিয়েছেন নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ কামরুজ্জামান। 

ঢাকা/মামুন/রফিক

সর্বশেষ

পাঠকপ্রিয়