ঢাকা     শুক্রবার   ০৫ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ২০ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

আকস্মিক স্কুল পরিদর্শনে গিয়ে ক্লাস নিলেন ইউএনও

বরিশাল সংবাদদাতা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৯:১৬, ৪ সেপ্টেম্বর ২০২৫   আপডেট: ১৯:১৭, ৪ সেপ্টেম্বর ২০২৫
আকস্মিক স্কুল পরিদর্শনে গিয়ে ক্লাস নিলেন ইউএনও

প্রকল্পের উদ্বোধন শেষে অফিসে ফিরছিলেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) রিফাত আরা মৌরি। পথিমধ্যে রাস্তার পাশের একটি মাধ্যমিক বিদ্যালয় আকস্মিক পরিদর্শনে গিয়ে ক্লাস নিয়েছেন তিনি।

বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) বেলা ৩টার দিকে বরিশালের গৌরনদী উপজেলার গেরাকুল বেগম আখতারুন্নেছা মাধ্যমিক বিদ্যালয় পরিদর্শনে যান রিফাত আরা মৌরি।

আরো পড়ুন:

বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মুজিবুর রহমান তালুকদার জানান, বিদ্যালয়ে পাঠদান চলছিল। এ সময় আকস্মিক বিদ্যালয় পরিদর্শনে আসেন উপজেলা নির্বাহী অফিসার রিফাত আরা মৌরি। তখন ষষ্ট শ্রেণির বিজ্ঞান ক্লাস চলছিল। পরবর্তীতে সরাসরি তিনি (উপজেলা নির্বাহী অফিসার) শ্রেণিকক্ষে গিয়ে ছাত্র-ছাত্রীদের সাথে কুশল বিনিময় করে পাঠদান করান। এরপর শিক্ষকদের সঙ্গে মতবিনিময় করে শিক্ষার মানোন্নয়নে বিভিন্ন নির্দেশনা প্রদানসহ বিদ্যালয়ের সমস্যার কথা শুনে সাধ্যমতো সমাধানের আশ্বাস দেন।

বিদ্যালয়ের শিক্ষার্থীরা জানিয়েছে, স্বল্প সময়ের জন্য আমরা ইউএনওকে শিক্ষক হিসেবে পেয়ে আনন্দিত। তিনি আমাদের লেখাপড়া করে বড় হওয়ার জন্য উৎসাহ যুগিয়েছেন।

গৌরনদী উপজেলা নির্বাহী অফিসার রিফাত আরা মৌরি বলেন, ‘‘মানসম্মত শিক্ষা ব্যবস্থা নিশ্চিত করতে সরকার কাজ করে যাচ্ছে। সেই ধারাবাহিকতায় ইতোমধ্যে আকস্মিকভাবে বিভিন্ন বিদ্যালয় পরিদর্শন করে শিক্ষার মানোন্নয়নের জন্য প্রতিষ্ঠান প্রধানদের দিকনির্দেশনা দেওয়া হয়েছে।’’

এ সময় বিদ্যালয়ের সমস্যাগুলো চিহ্নিত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও জানান তিনি।

ঢাকা/পলাশ/রাজীব

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়