ঢাকা     শনিবার   ২০ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৫ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

সংসদীয় আসনের সীমানা পুনর্বহালের দাবিতে পাবনায় মহাসড়ক অবরোধ

পাবনা প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:৪৮, ৭ সেপ্টেম্বর ২০২৫   আপডেট: ১২:৫২, ৭ সেপ্টেম্বর ২০২৫
সংসদীয় আসনের সীমানা পুনর্বহালের দাবিতে পাবনায় মহাসড়ক অবরোধ

পাবনা-১ সংসদীয় আসনের সীমানা পুনর্বহালের দাবিতে ঢাকা-পাবনা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন পাবনার বেড়া উপজেলার বাসিন্দারা।

রবিবার (৭ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে বেড়ার সিএন্ডবি মোড়ে মহাসড়ক অবরোধ করেন তারা। দুপুর ১২টা পর্যন্ত অবরোধ চলছিল। 

আরো পড়ুন:

অবরোধে বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীসহ শত শত মানুষ অংশ নিয়েছেন। এসময় তারা ‘সীমানা বদল নয়, জনগণের অধিকার চায়’, ‘পাবনা-১ এর সীমানা কারো একক সম্পদ নয়’, ‘জনগণের কণ্ঠস্বর, দমিয়ে রাখা যাবে না’, ‘গণদাবি অমান্য হলে গণআন্দোলন’, ‘নির্বাচন কমিশনের অবৈধ গেজেট, মানি না মানব না’, ‘বেড়া-সাঁথিয়ার বৈষম্য মানি না, মানব না’ বলে স্লোগান দিতে থাকেন।

বেড়া পৌর বিএনপির সভাপতি ফজলুর রহমান ফকির জানান, সম্পূর্ণ অন্যায়ভাবে পাবনা-১ আসনকে ভাগ করা হয়েছে। শুধু সাঁথিয়া উপজেলাকে পাবনা-১ আসন করা হয়েছে। বেড়া উপজেলাকে পৃথক করে পাবনা-২ আসনের সঙ্গে যুক্ত করা হয়েছে। বেড়া উপজেলার জনগণের ব্যবসা-বাণিজ্যসহ নানা কারণে সাঁথিয়ার সঙ্গে যুক্ত। 

অবরোধে নেতৃত্ব দিচ্ছেন বেড়া পৌর বিএনপির সভাপতি ফজলুর রহমান ফকির, সিনিয়র সহ-সভাপতি সাজেদুল ইসলাম বিপু, সাধারণ সম্পাদক সালাউদ্দিন ইকবাল ও সাংগঠনিক সম্পাদক আকশেদ আলী, যুগ্ম সাধারণ সম্পাদক মইন উদ্দিন খাজা।

বেড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) এ কে এম হাবিবুল ইসলাম জানান, সংসদীয় আসনের সীমানা পুনর্বহালের দাবিতে অবরোধ করে বিক্ষোভ করছেন লোকজন। পরিস্থিতি আমাদের নিয়ন্ত্রণ রয়েছে। অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। যেকোনো পরিস্থিতি মোকাবিলায় পুলিশ প্রস্তুত রয়েছে।

ঢাকা/শাহীন/মাসুদ

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়