ঢাকা     শুক্রবার   ১৯ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৪ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

শরীয়তপুরে যুবলীগ নেতা লিটন গ্রেপ্তার

শরীয়তপুর প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:২৬, ৭ সেপ্টেম্বর ২০২৫   আপডেট: ১৬:৩১, ৭ সেপ্টেম্বর ২০২৫
শরীয়তপুরে যুবলীগ নেতা লিটন গ্রেপ্তার

শরীয়তপুরে কার্যক্রম নিষিদ্ধ যুবলীগ নেতা শাহাদাৎ হোসেন লিটনকে গ্রেপ্তার করেছে পুলিশ। রবিবার (৭ সেপ্টেম্বর) সকালে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

এর আগে, গত রাত ১০টার দিকে পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের কুরাশী এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ। শাহাদাৎ হোসেন লিটন শরীয়তপুর সদর উপজেলা যুবলীগের সিনিয়র যুগ্ম সাধারণ ও একই উপজেলার তেতুলিয়া গ্রামের আব্দুল কাদের সৈয়ালের ছেলে।.

আরো পড়ুন:

পালং মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) হেলাল উদ্দিন বলেন, ‘‘লিটনের বিরুদ্ধে বিস্ফোরক দ্রব্য ও চাঁদাবাজির দুটি মামলা রয়েছে। দীর্ঘদিন ধরে তাকে গ্রেপ্তারের চেষ্টা চললেও তিনি কৌশলে আত্মগোপনে ছিলেন। একাধিকবার অভিযান চালিয়েও পুলিশ তাকে ধরতে ব্যর্থ হয়।’’

তিনি আরো বলেন, ‘‘শনিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে কুরাশী এলাকায় বিশেষ চেকপোস্ট বসায় পুলিশ। ওই সময় শাহাদাৎ হোসেন লিটনকে শনাক্ত করা হয়। পরে গ্রেপ্তার করে থানায় নিয়ে আসা হয় এবং রবিবার সকালে আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়েছে।’’

ঢাকা/আকাশ/রাজীব

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়