ঢাকা     শুক্রবার   ০৫ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ২১ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

চোখের পলকেই টাকা চুরি করলেন ‘দুই বিদেশি’

রাজশাহী প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১০:৫৯, ২৫ সেপ্টেম্বর ২০২৫   আপডেট: ১১:১১, ২৫ সেপ্টেম্বর ২০২৫
চোখের পলকেই টাকা চুরি করলেন ‘দুই বিদেশি’

সিসি টিভির ফুটেজ থেকে নেওয়া দুই প্রতারকের ছবি

রাজশাহীতে অভিনব কৌশলে এক দোকানীর কাছ থেকে টাকার বান্ডেল নিয়ে চোখের পলকেই সেখান থেকে ১৯ হাজার ৫০০ টাকা চুরি করেন দুই প্রতারক। তারা নিজেদের বিদেশি পরিচয় দিয়েছিলেন।

বুধবার (২৪ সেপ্টেম্বর) বিকেলে রাজশাহী মহানগরীর সাহেব বাজার বড় মসজিদ সংলগ্ন একটি দোকানে এ ঘটনা ঘটেছে।

আরো পড়ুন:

এ ঘটনায় ভুক্তভোগী ব্যবসায়ী এজাজ আহাম্মেদ (৩০) নগরীর বোয়ালিয়া থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছেন। তিনি মোবাইল রিচার্জ ও মোবাইল ব্যাংকিংয়ের ব্যবসা করেন। তার বাড়ি নগরের বোয়ালিয়া থানার দরগাপাড়া মহল্লায়।

টাকা চুরি করার ওই দৃশ্য দোকানের সিসি ক্যামেরায় ধরা পড়েছে। ফুটেজে দেখা যাচ্ছে, প্রায় ৬০ বছর বয়সী এক ব্যক্তি প্রায় ৪৫ বছর বয়সী আরেক ব্যক্তিকে নিয়ে দোকানে আসেন। তারা দোকানীর কাছে বাংলাদেশী নতুন নোট দেখতে চান। এ সময় দোকানী বেশি বয়স্ক ব্যক্তিটিকে ১ হাজার টাকার একটি নোট দেন। সেটি দেখার পর ওই ব্যক্তি ‘ফাইভ হান্ড্রেড’ বলে ৫০০ টাকার নোট দেখতে চান। দোকানী তখন ৫০০ টাকার একটি নোট দেখতে দেন। কিন্তু ওই ব্যক্তি ব্যান্ডেলে ৫০০ টাকার নোট দেখতে চান।

দোকানী এজাজ তখন ৫০০ টাকার নোটের ৫০ হাজার টাকার একটি বান্ডেল। বান্ডেল দেখার সময় চোখের পলকেই কৌশলে কিছু নোট তিনি হাতের নিচে নিয়ে নেন। পরে হাতের ওপরের অংশে থাকা টাকাগুলো ফেরত দেওয়া হলেও নিচে থাকা টাকাগুলো পকেটে ঢুকিয়ে নেন তিনি।

ভুক্তভোগী ব্যবসায়ী এজাজ আহাম্মেদ জানান, যে ব্যক্তি টাকা দেখতে চেয়েছিলেন, তিনি নিজেকে ‘ফরেনার’ বলেছিলেন। অন্যজন বলেছিলেন তিনি শ্রীলঙ্কান। তারা ‘মানি এক্সচেঞ্জ, মানি এক্সচেঞ্জ’ বলে দোকানে আসেন। তিনি তাদের মুদ্রা বিনিময়ের দোকানও দেখিয়ে দেন। কিন্তু এক ব্যক্তি নতুন নোট দেখতে চান।

তিনি জানান, তিনি ভেবেছিলেন বিদেশী বলে হয়তো নতুন নোট চেনেন না। নোট না চেনার কারণে প্রতারিতও হতে পারেন। তাই সরল বিশ্বাসে টাকার বান্ডেল দেখতে দিয়েছিলেন। ওই সময় চোখের পলকেই ১৯ হাজার ৫০০ টাকা চুরি করা হয়।

তিনি আরও জানান, প্রতারক দুজন ইংরেজির পাশাপাশি অন্য একটা ভাষায় কথা বলছিলেন। তাদের বিদেশী বলেই মনে হয়েছে। এ ঘটনায় তিনি থানায় লিখিত অভিযোগ করেন।

নগরের বোয়ালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ বলেন, “এ রকম ঘটনা ঘটেছে বলে জেনেছি। তবে থানার বাইরে থাকায় অভিযোগটা দেখা হয়নি। এখনই থানায় এলাম। অভিযোগটা দেখব। দেখে এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”

ঢাকা/কেয়া/মেহেদী

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়