ঢাকা     শুক্রবার   ০৫ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ২০ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

নাসা গ্রুপের শ্রমিকদের উস্কানির অভিযোগে যুবক গ্রেপ্তার

সাভার (ঢাকা) প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১১:১৮, ২৫ সেপ্টেম্বর ২০২৫  
নাসা গ্রুপের শ্রমিকদের উস্কানির অভিযোগে যুবক গ্রেপ্তার

ঝিনাইদহের শৈলকূপা থানার পূর্ব মাদলা এলাকার বাসিন্দা টিপু সুলতান

ঢাকার সাভারের আশুলিয়ায় বন্ধ ঘোষিত নাসা গ্রুপের শ্রমিকদের উস্কানি দেওয়ার অভিযোগে মো. টিপু সুলতান (৩০) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে ডিবি পুলিশ।

বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জালাল উদ্দীন।

আরো পড়ুন:

গ্রেপ্তার টিপু সুলতান ঝিনাইদহের শৈলকূপা থানার পূর্ব মাদলা এলাকার বাসিন্দা। তিনি আশুলিয়ার নারসিংহপুরের ইটখোলা এলাকায় ভাড়া বাসায় থাকতেন। 

ডিবি পুলিশ জানায়, আশুলিয়ার জামগড়া এলাকায় নাসা গ্রুপের শ্রমিকদের মাধ্যমে সৃষ্ট বিশৃঙ্খলার ঘটনায় উস্কানিদাতা ও মূল হোতা হিসেবে গতকাল (বুধবার) রাতে ওই ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়। 

ডিবির ওসি মো. জালাল উদ্দীন বলেন, “গ্রেপ্তার টিপু সুলতানের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। তাকে আজ আদালতে পাঠানো হবে।”

ঢাকা/আরিফুল/মেহেদী

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়