ঢাকা     রোববার   ০৯ নভেম্বর ২০২৫ ||  কার্তিক ২৫ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

এস আলমের টাকা অনেক নেতারা খাচ্ছেন: ফুয়াদ 

মানিকগঞ্জ প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২০:৪৮, ২৬ সেপ্টেম্বর ২০২৫   আপডেট: ২৩:২২, ২৬ সেপ্টেম্বর ২০২৫
এস আলমের টাকা অনেক নেতারা খাচ্ছেন: ফুয়াদ 

মানিকগঞ্জে এবি পার্টির গণসমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ।

এস আলমের গ্রুপের টাকায় অনেক নেতারা ব্যবসা করছেন বলে মন্তব্য করেছেন আমার বাংলাদেশ পার্টির (এবি পার্টি)  সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ। তিনি বলেন, ‘‘এস আলমের টাকা শুধু শেখ হাসিনা খাননি। বর্তমানে দেশের অনেক রাজনৈতিক দলের নেতারা এস আলমের টাকায় ব্যবসা করছেন ও খাচ্ছেন। ওই টাকায় বিদেশে তাদের ছেলে-মেয়েদের পড়াচ্ছেন।’’

শুক্রবার (২৬ সেপ্টেম্বর)  বিকেলে মানিকগঞ্জ শহীদ স্মৃতিস্তম্ভে প্রাঙ্গণে এবি পার্টির জুলাই গণসমাবেশ উপলক্ষে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ সব কথা বলেন। 

মানিকগঞ্জ জেলা এবি পার্টির প্রধান সমন্বয়ক অ্যাডভোকেট রফিকুল ইসলাম জনির সভাপতিত্বে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম, ব্যারিস্টার আব্বাস ইসলাম খান, ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক সেলিম খান, জুলাই শহীদ সাদের বাবা সফিকুল ইসলাম, জুলাই গণঅভ্যুত্থানের যোদ্ধা রমজান মাহমুদ ও আসাদুল্লাহ প্রমুখ।

ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ বলেন, ‘‘কারা, কোন দল আগামীতে আওয়ামী লীগকে নির্বাচনে চায়, জাতীয় পার্টিকে নির্বাচনে আনতে চায়, এস আলমের টাকায় আওয়ামী লীগকে পুনর্বাসন করতে চায়  ও ১৪শ’ শহীদের রক্তের সঙ্গে গাদ্দারি করতে চায়; সেই গাদ্দারদের  চিনতে হবে।’’

ফুয়াদ আরো বলেন, ‘‘দেশের স্বার্থে শত্রুপক্ষের সঙ্গে আপস হবে না। দিল্লির আধিপত্যের প্রশ্নে আপস হবে না। এ ব্যাপারে দেশের স্বার্থে আমরা ছাড় দেব না।’’

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে আসাদুজ্জামান ফুয়াদ বলেন, ‘‘আমরা জুলাই সনদে কিছু প্রস্তাব দিয়েছি। তিনশত আসনের মধ্যে দুইশত আসনে নিবার্চন হবে সরাসরি ভোটে, আর বাকি একশত আসন হবে পিআর পদ্ধতিতে।’’
 

ঢাকা/চন্দন/বকুল

সর্বশেষ

পাঠকপ্রিয়