নরসিংদীতে যুবকের গলা ও হাত বিচ্ছিন্ন মরদেহ উদ্ধার
নরসিংদী প্রতিনিধি || রাইজিংবিডি.কম
নরসিংদীর পলাশ উপজেলার ঘোড়াশাল টানস্টেশনের রেললাইনের পাশ থেকে এক যুবকের গলা ও হাত বিচ্ছিন্ন মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (২৭ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে মরদেহটি উদ্ধার করা হয়।
নিহত গণি মিয়া (৩০) ঘোড়াশাল পৌরসভার আঁটিয়াগাঁও মহল্লার মৃত নুরুল ইসলামের ছেলে। তিনি তিন মাস আগে সিংগাপুর থেকে ছুটিতে এসেছিলেন। কয়েক দিন পর তার ফেরত যাওয়ার কথা ছিল।
গণির পরিবার সূত্র জানায়, শুক্রবার রাতে বাড়ি থেকে বের হয়ে আর ফেরেননি গণি। সম্ভাব্য সকল জায়গায় খোঁজাখুঁজির পরেও তার সন্ধান না পেয়ে থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়। শনিবার সকালে রেললাইনের পাশে এক যুবকের মরদেহ পড়ে থাকার খবর পেয়ে পরিবারের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে মরদেহটি গণির বলে শনাক্ত করেন।
নিহতের পরিবারের অভিযোগ, গণি মিয়াকে পরিকল্পিতভাবে হত্যা করে মরদেহ ফেলে রাখা হয়েছে।
নরসিংদী রেলওয়ে পুলিশের উপ-পরিদর্শক (এসআই) নাজিম উদ্দিন বলেন, ‘‘মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। প্রতিবেদন পেলে মৃত্যুর কারণ নিশ্চিত হওয়া যাবে।’’
ঢাকা/হৃদয়/রাজীব