ঢাকা     শুক্রবার   ১৯ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৪ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

পটুয়াখালীতে ৫ কেজির পোয়া মাছ ৮০ হাজারে বিক্রি

পটুয়াখালী (উপকূল) প্রতিনিধি  || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৭:৪৮, ২৭ সেপ্টেম্বর ২০২৫  
পটুয়াখালীতে ৫ কেজির পোয়া মাছ ৮০ হাজারে বিক্রি

পটুয়াখালীতে ৫ কেজি ওজনের পোয়া মাছটি ৮০ হাজার টাকায় বিক্রি হয়েছে।

পটুয়াখালীর আলীপুর মৎস্য অবতরণ কেন্দ্রে প্রায় ৫ কেজি ওজনের একটি পোয়া মাছ ৮০ হাজার টাকায় বিক্রি হয়েছে। শনিবার (২৭ সেপ্টেম্বর) সকালে মাছটি উন্মুক্ত নিলামে মৎস্য ব্যবসায়ী পিএস মুসা কিনে নেন।  

ভোরে স্থানীয় জেলে সিরাজ মাঝি মাছটি মৎস্য অবতরণ কেন্দ্রে নিয়ে আসেন। মাছটি শুক্রবার (২৬ সেপ্টেম্বর) রাতে বঙ্গোপসাগরে তার জালে ধরা পড়ে। মাছটির ওজন হয়েছে ৪ কেজি ৯০০ গ্রাম।    

আরো পড়ুন:

এ প্রজাতির মাছ সচরাচর ধরা পড়ে না। আড়তে মাছটি দেখার জন্য স্থানীয়রা ভিড় জমান। স্থানীয়ভাবে এটি দাতিনা মাছ নামেও পরিচিত। এ মাছের এয়ার ব্লাডার আন্তর্জাতিক বাজারে অনেক দামি। যা দিয়ে চিকিৎসার সরঞ্জাম তৈরি করা হয়।

মাছটির ক্রেতা পিএস মুসা বলেন, ‘‘মাছটি আমি বিদেশে রপ্তানি করব। গত বুধবার (২৪ সেপ্টেম্বর) সাড়ে ৪ কেজি ওজনের একটি কালো পোয়া ৭২ হাজার টাকায় কিনেছি।’’ 

ওয়ার্ল্ড ফিস বাংলাদেশের গবেষণা সহকারী বখতিয়ার উদ্দিন বলেন, ‘‘পোয়া হলো স্কাইনিডিয়া পরিবারের দুষ্প্রাপ্য সামুদ্রিক মাছ। এটির ওজন ৫০ কেজিরও বেশি হয়। মাছটি বঙ্গোপসাগরের কক্সবাজার, মহেশখালী, সেন্টমার্টিন, পটুয়াখালী ও বরিশাল উপকূলে মাঝে-মধ্যে পাওয়া যায়। গভীর পানির কাদামাটি বা বালুময় তলদেশে এরা বসবাস করে।’’ 

কলাপাড়া সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা অপু সাহা বলেন, ‘‘এ মাছকে ব্ল্যাক স্পটেড ক্রোকারও বলা হয়। সম্প্রতি দুটি মাছ জেলেদের জালে ধরা পড়েছে। এটি খুশির খবর। এর এয়ার ব্লাডার আন্তর্জাতিক বাজারে অনেক দামি। তাই মাছটির দাম বেশি। সর্বোচ্চ ২৫ কেজি ওজনের এই মাছ ধরা পড়েছে।’’
 

ঢাকা/ ইমরান/বকুল

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়