ঢাকা     শুক্রবার   ১৯ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৪ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

বৃদ্ধের চুল-দাড়ি কাটার ঘটনায় মামলা

ময়মনসিংহ প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২২:৩১, ২৭ সেপ্টেম্বর ২০২৫   আপডেট: ২২:৩৫, ২৭ সেপ্টেম্বর ২০২৫
বৃদ্ধের চুল-দাড়ি কাটার ঘটনায় মামলা

কয়েকজন ধরে বৃদ্ধ হালিম উদ্দিন আকন্দের চুল-দাড়ি কেটে দেন।

ময়মনসিংহের তারাকান্দা উপজেলায় হালিম উদ্দিন আকন্দের (৭০) চুল ও দাড়ি কাটার ঘটনায় থানায় মামলা হয়েছে। এতে চুল-দাড়ি কাটা ‘হিউম্যান সার্ভিস বাংলাদেশ’ নামে সংগঠনের দায়িত্বশীল ব্যক্তি এবং স্থানীয় সহযোগী কয়েকজনকে আসামি করা হয়েছে। 

শনিবার (২৭ সেপ্টেম্বর) দুপুরে তারাকান্দা থানায় ভুক্তভোগীর ছেলে শহীদ আকন্দ বাদী হয়ে মামলা করেন।

আরো পড়ুন:

তদন্তের স্বার্থে আসামিদের নাম ও পরিচয় প্রকাশ না করার কথা জানিয়েছেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ টিপু সুলতান। তিনি বলেন, ‘‘চুল ও দাড়ি কাটার ঘটনাটি প্রায় চার মাস আগের। তবে সম্প্রতি ওই ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়ায় দেশজুড়ে সমালোচনার সৃষ্টি হয়। বিষয়টি জানার পর আমরা ভুক্তভোগী পরিবারের সঙ্গে যোগাযোগ করেছি। তারা এ ঘটনার বিচার চেয়ে থানায় মামলা করেছেন।’’ 

ইতোমধ্যে মামলার তদন্ত কার্যক্রম শুরু হয়েছে বলেও জানান ওসি।

এ ঘটনায় বিচার চেয়ে শনিবার (২৭ সেপ্টেম্বর) থানায় হাজির হন ভুক্তভোগী হালিম উদ্দিন আকন্দ। এ সময় তার সঙ্গে ছিলেন ছেলে শহীদ আকন্দ, প্রতিবেশী নাতি আলীম উদ্দিন আকন্দ এবং ভাতিজা ফারুক মিয়া।

ভুক্তভোগী হালিম উদ্দিন আকন্দ অভিযোগ করে বলেন, ‘‘ওইদিন (ঘটনার দিন) আমি বাজারে গেলে তারা আমাকে জোর করে ধরে আমার চুল ও দাড়ি কেটে দিয়েছেন। বাজারে তখন লোকজন কম ছিল। আমি চেষ্টা করেও তাদের হাত থেকে রেহাই পাইনি। তখন আমি আল্লাহর কাছে বিচার দিয়েছি। এখনো আল্লাহর কাছে বিচার চাই। তবে পরিবারের কথায় এখন আমি থানায় অভিযোগ দিয়েছি, দেখি তারা কী বিচার করে?’’ 

ঘটনার নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন ময়মনসিংহ জেলা বাউল সমিতির সাধারণ সম্পাদক রেজাউল করিম আসলাম। তিনি বলেন, ‘‘হালিম উদ্দিন কাদেরিয়া নকশবন্দিয়া অনুসারী। তাকে এমনভাবে হেনস্তা করা কাম্য নয়। যারা এ সব করে তাদের আইনের আওতায় আনা উচিত।’’ 

তিনি আরো বলেন, ‘‘আমরা চাই, পুলিশ প্রশাসন অপরাধীদের আইনের আওতায় এনে দৃষ্টান্তস্থাপন করুক। যাতে করে এমন ঘটনা আর না ঘটে।’’

ঢাকা/মিলন/বকুল

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়